বাঁচাই স্বদেশ

আফাজ উদ্দিন কবিরাজ

এসো সবাই মিলিমিশি প্রাণে প্রাণ
নাই হিংসা অভিমান,
ভোরে উঠুক সকলের সুখ সুখ ত্রাণ
বাঁচাই স্বদেশ গাই সমতার গান।

শ্রমিক মজুর চাষি মাঝি
দেশ বাঁচাতে সবাই রাজি,
তাই তো সকাল হতে সাজী শান
বাঁচাই স্বদেশ গাহি সমতার গান।

দুঃখীর দুঃখ বুঝি সুক্ষ্ম
জলে ভরা দ’টি চক্ষু,
মুছে দিয়ে সাধ্যমত অর্থ করি দান
বাঁচাই স্বদেশ গাহি সমতার গান।

রচনাকাল: ১লা কার্তিক ১৪২৪।

happy wheels 2