সাম্প্রতিক পোস্ট

দিঘীর মাছে গ্রামে উৎসব!

অসীম কুমার সরকার, তানোর (রাজশাহী)থেকে

একটি ১২ বিঘার দিঘী। তাতে মাছ চাষ করেন গ্রামের মানুষ। এক বছর মাছ চাষ করার পর পুরো গ্রামবাসী মিলে সেই দীঘিতে মাছ ধরেন। মাছ ধরাকে কেন্দ্র করে সকাল থেকে শত শত গ্রামবাসী জড় হয় দিঘীরপাড়ে। ভাগা (ভাগ করা) করা হয় তিন শতাধিক। আর দুইদিন আগে থেকে দাওয়াত দেয়া হয় আত্মীয়-স্বজন ও জামাইদের।

TANORE DIGIR MACHA GRAM USHOB NEWS PHOTO-1

গ্রামজুড়ে চলে আনন্দ উৎসব। এমনি একটি উৎসবের গ্রাম তানোর পৌর এলাকার গুবিরপাড়া। যেখানে প্রতিবছর আয়োজন করা দিঘীর মাছ ধরা উৎসব। আর এই উৎসব দীর্ঘ শত বছর ধরে চলে আসছে বলে জানান দিঘী কমিটির সহ-সভাপতি আজগর আলী।

TANORE DIGIR MACHA GRAM USHOB NEWS PHOTO-2
দিঘী কমিটির সভাপতি সাবেক সার্জেন্ট মুনীরুজ্জামান মনির জানান, এটা তাদের গ্রামে শত বছর ধরে চলে আসা একটি রীতি। পরিবেশবান্ধব পদ্ধতিতে মাছ চাষ করে বছরের একটি নির্দিষ্ট দিনে মাছ ধরা হয়। এবারে এক থেকে দেড় কেজি কাতলা মাছকে সমান ভাগে প্রায় ৩৫০টি ভাগা করা হয়েছে। এতে তাদের পুরোগ্রাম এক আনন্দ উৎসবে পরিণত হয়

happy wheels 2

Comments