সাম্প্রতিক পোস্ট

আজকের যুব সমাজ আগামীর বাংলাদেশ

সিংগাইর, মানিকগঞ্জ থেকে শাহীনুর রহমান

বাংলাদেশের জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ হচ্ছে যুব। বড় এই জনগোষ্ঠীকে একত্রিত করে যুব শক্তিকে কাজে লাগিয়ে প্রধান সমস্যাগুলো চিহ্নিত করে টেকসই উন্নয়ন করা সম্ভব।  সেই লক্ষ্যে বারসিক’র উদ্যোগে সম্প্রতি বলধারা ইউনিয়নের সিংগাইর উপজেলার ব্রী-কালিয়াকৈর হুমায়ূন স্মৃতি কিন্টারগার্ডেন প্রাঙ্গনে প্রাণ, প্রকৃতি, পরিবেশ সংরক্ষণ, সামাজিক সমস্যা চিহ্নিতকরণ, যুব সমাজরে দায় দায়িত্ব ও করণীয় বিষয়ে এক যুব সভা অনুষ্ঠিত হয়েছে।

IMG_20190417_175022
যুব সামজের প্রাতিনিধি মোঃ আলী হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংগালা নব কৃষক কৃষাণী সংগঠনের সহ-সভাপতি সুভাষ মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ কৃষক কৃষক মো. চান মিয়া, মো. রাজা মিয়া। এছাড়াও আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববদ্যিালয়ে শিক্ষার্থী মো. শাহীনুর রহমান, ডাক্তার মিজানুর রহমান, সবুজ, হৃদয়, মোরসালিন প্রমুখ।

IMG_20190417_181317
সভায় সুভাষ মন্ডল বলেন, ‘পরিবেশ ও প্রতিবেশ ঠিক রাখতে আমাদের যুব সমাজকে এগিয়ে আসতে হবে। পরিবেশের উপাদানগুলোর প্রতি আমাদের যত্নবান হতে হবে। প্রবীণেদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যুবদের সামনে এগিয়ে যেতে হবে।’ হৃদয় বলেন, ‘যুব সমাজই সমাজের পরিবর্তন ও উন্নয়ন করতে পারে। নারী নির্যাতন, বাল্য বিবাহ, মাদক ইভটিজং-এর বিরুদ্ধে যুব সমাজকে দায়িত্ব নিতে হবে।’ মোরসালিন বলেন, ‘মাদক যুব সমাজের একটি প্রধান সমস্যা। মাদক মানুষের সামাজিক মর্যাদা ও কর্মক্ষমতা নষ্ট করে। মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে মাঠে খেলাধুলা রাখতে হবে।’

IMG_20190417_181329
সভায় যুব প্রতিনিধি সবুজ বলেন, ‘প্রকৃতির স্বাভাবিক নিয়মেই পৃথিবীতে জলবায়ুর পরিবর্তন যেমন হয় তেমনি মানুষ ও জলবায়ু পরিবর্তনের জন্যে দায়ি। অতিরিক্তি মাত্রা বৃক্ষ নিধন ও পরিবেশ দূষণের ফলে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বন্যা বজ্রপাত, জলোচ্ছ্বাসের কারণে কৃষি উৎপাদন হ্রাস পাচ্ছে এবং উৎপাদনে কৃষকের উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে।’ ডাঃ মিজানুর রহমান বলেন, ‘নারী নির্যাতন, বাল্যবিবাহ, মাদক, শিক্ষা,স্বাস্থ্য, পরিবেশসহ নানা সামাজিক সমস্যাসমূহ সমাধানে যবু কমিটি গঠন করে, নাটক, চিত্রাংকন, আলোচনা সভা করার মাধ্যমে সচতেনতা বৃদ্ধি করতে হবে।’ জগন্নাথ বিশ্ববদ্যিালয়ে শিক্ষার্থী মোঃ শাহীনুর রহমান বলেন, ‘আজকের যুব সমাজ আগামীর বাংলাদেশ। যুবদের দক্ষ করে গড়ে তুলতে উপযুক্ত কর্মমূখী শিক্ষা, প্রশিক্ষণ, নৈতিকতা বৃদ্ধি, মানবিক মূল্যবোধ ও স্বদেশ প্রেমের সমন্বয়ে তাদেরকে সচেতন করে পরিবেশকর্মী হিসেবে গড়ে তুলতে হবে।’

happy wheels 2

Comments