সাম্প্রতিক পোস্ট

গাছ রোপণ করে আমরা নির্মল পরিবেশ পেতে পারি

মানিকগঞ্জ থেকে সত্যরঞ্জন সাহা, সুবির সরকার, গাজী সাহাদত হোসেন বাদল

সবুজ পরিবেশ আন্দোলনে ওপেন ফ্রেন্ডস ক্লাব, শিক্ষার আলো পাঠশালা, আলোর পথ, হেল্পিং মাইন্ড, ওয়াল্ড আইটি কম্পিউটার সেন্টার এবং বারসিক’র যৌথ উদ্যোগে গতকাল বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সবুজ পরিবেশ আন্দোলনের জেলা শাখার সভাপতি জাফর ইকবালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মো. আবুবকর ছিদ্দীক মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন সরদার, বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য মো. মিজানুর রহমান এবং বারসিক’র আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়।

64633777_3051053124912744_4595853493369044992_n
প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেন, ‘গাছের চারা রোপণ করে আমরা নির্মল পরিবেশ পেতে পারি। প্রাণ-প্রকৃতি রক্ষায় গাছ সবচেয়ে বড় ভূমিকা পালন করে থাকে। গাছ ফল-ফুল দিয়ে প্রকৃতির সকল প্রাণকে বাঁচিয়ে রাখে। তবে যেকোন সময়ের চেয়ে আমাদের যুবকগণ পরিবেশ রক্ষায় গাছ রোপণে সবচেয়ে ভালো ভূমিকা রাখছে। গাছ রোপণে বা তাল, খেজুর বীজ বপন কোন ছোট কার্যক্রম নয়। এজন্য মানিকগঞ্জের যেকোন স্থানে আপনাদের উদ্যোগকে সহযোগিতা করতে প্রস্তুত।’ তিনি গাছের চারা রোপণের জন্য “সবুজ পরিবেশ আন্দোলন মানিকগঞ্জ জেলা শাখাকে পঞ্চাশ হাজার টাকা প্রদান করেন। যুবক তরুণদের উৎসাহ উদ্দীপনা দিয়ে “সবুজ পরিবেশ আন্দোলকেক আরো শক্তিশালী করার জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

64369704_2754953561186749_6650466745700057088_n
আলোচনায় আলোচকগণ জানান, গাছ মানুষের বিপদের বন্ধু। গাছ মানুষকে ছায়া দেয়, ফল দেয়, কাঠ দেয় এবং অক্সিজেন দেয়। ঝড়, জলোচ্ছাসে গাছ মানুষকে বিভিন্নভাবে রক্ষা করে। তাই সবারই উচিত গাছ রোপণ করার। সবুজ পরিবেশ আন্দোলন উদ্যোগকে সফল করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষার্থী-তরুণসহ সকল অংশগ্রহণকারীগণ দেশীয় গাছ রোপণে প্রত্যয় ব্যক্ত করেন।

64563759_671321509948264_2420191501242859520_n
আলোচনা শেষে প্রধান অতিথি এস এম ফেরদৌস দু’টি গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। নবগ্রাম আশ্রয়ণ প্রকল্পের আওতায় অংশগ্রহণকারীগণ ৬০০টি আম, জাম, জলপাই, দেশী নিম, মেহগনি, কৃষ্ণচুড়া গাছের চারা রোপণ ও শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেন।

happy wheels 2

Comments