শ্যামনগরে বিকল্প জীবিকায়নে বনজীবীদের মধ্যে উপকরণ বিতরণ

শ্যামনগর, সাতক্ষীরা থেকে রণজিৎ বর্মণ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সম্প্রতি একটি বেসরকারি সংস্থার আয়োজনে মুন্সিগঞ্জ সুশিলন টাইগার পয়েন্টে সুন্দরবন নির্ভরশীল বনজীবী,বাঘবিধবা নারীদের সুন্দরবনের উপর নির্ভরশীলতা কমাতে বিকল্প জীবিকায়নের লক্ষ্যে প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

????????????????????????????????????

উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাঈদুজ্জামান সাইদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যসহ ৩০ জন বনজীবীর মাঝে লক্ষাধিক টাকার উপকরণ বিতরণ করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার শাকির হোসেন, সহকারি উপজেলা সমাজসেবা কর্মকর্তা কিরণ শংকর চ্যাটার্জী, বন বিভাগ বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা মো. আক্তারুজ্জামান, সাংবাদিক ও বাঘ বন্ধু রণজিৎ বর্মণ, ওয়াইল্ডটিম কর্মকর্তা আবু জাফর, প্রশিক্ষক মো. ফারুক হোসেন বনজীবিবৃন্দ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘সুন্দরবন মায়ের মতন। ম্যানগ্রোভ সুন্দরবনকে রক্ষা করার দায়িত্ব সকলের।’ বক্তারা বনজীবীদের সুন্দরবনের সম্পদ সংগ্রহের ক্ষেত্রে সরকারি নীতিমালা অনুসরণ করার কথা বলেন।

অনুষ্ঠানে বনজীবী নারী ও পুরুষদের স্বাবলম্বী করতে বিকল্প জীবিকায়নে তাদের চাহিদা অনুযায়ী সেলাই মেশিন, কাপড়, মুদির দোকানের মালামাল, কাঠ মিস্ত্রীদের ব্যবহৃত উপকরণ, ট্রলার চালানোর মেশিনসহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।

happy wheels 2

Comments