সাম্প্রতিক পোস্ট

আল্পনায় একুশের চেতনা


মানিকগঞ্জ থেকে কমল চন্দ্র দত্ত ও শ্যাময়েল হাসদা

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে গত ২০ ফেব্রুয়ারি মানিকগঞ্জ শহরের কালীগঙ্গা নদীর বেউথা ব্রীজে বিভিন্ন সামাজিক সংগঠনের আয়োজনে ও বারসিক এর সহযোগিতায় আল্পনা উৎসব অনুষ্ঠিত হয়। অংশগ্রহণ করে বিভিন্ন সামাজিক সংগঠন- দিশারী, আলোর পথ, ওপেন ফ্রেন্স ক্লাব, সেভ দি নেচার, শিক্ষার আলো পাঠশালা।
বিকাল ৩.০০ ঘটিকার সময় আল্পনা উৎসব উদ্বোধন করেন মানিকগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম। আরো উপস্থিত ছিলেন এডভোকেট আজহারুল ইসলাম, এ্যাডভোকেট দীপক কুমার ঘোষ প্রমূখ।

উদ্বোধন অনুষ্ঠানে বারসিক এর আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায় বলেন, একুশ আমাদের চেতনা, একুশ আমাদের অংহকার। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি বাংলা ভাষা। তাদের বীরত্বগাথা একুশের চেতনা নতুন প্রজন্ম হৃদয়ে ধারণ করতে পারে সেজন্যই আজ এই আল্পনা অনুষ্ঠানের আয়োজন। আল্পনার মাধ্যমে ভাষা শহীদের শ্রদ্ধা জানাতে এবং স্মৃতি তুলে ধরতে চাই।

মানিকগঞ্জ পৌর মেয়র বলেন, “আমরা বাঙ্গালী জাতি বীরের জাতি, ভাষার জন্য প্রাণ দিয়েছে এমন ইতিহাস নেই। ভাষা শহীদদের আত্মত্যাগ আমরা ভুলিনি কখনো ভুলবো না। বিভিন্ন সংগঠনের যুব ও কিশোর-কিশোরীরা আল্পনা উৎসবের মাধ্যমে যেভাব ভাষা দিবসের স্মৃতি তুলে ধরেছে তা সকলের কাছে অনুস্মরনীয় হয়ে থাকবে।
আল্পনা উৎসবে অংশগ্রহণ এর মাধ্যমে শিক্ষার্থীরা- আল্পনার মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে আমরা গর্বিত। আমরা মনে করি, লাল, সবুজ, নীল, হলুদ, সাদা নানা রঙের বর্ণিল আল্পনা সব বয়সের মানুষকে একুশের চেতনায় উদ্দীপ্ত করবে।

happy wheels 2

Comments