সাম্প্রতিক পোস্ট

তানোরে ঐতিহ্যবাহী কাবাডি খেলা অনুষ্ঠিত

তানোর, রাজশাহী থেকে মিজানুর রহমান

The traditional Kabaddi game is held in Tanore Photo-02 27.04.2017দেশের গ্রামবাংলার ঐতিহ্যকে ধরে রাখতে ও জাতীয় আইনগত সহায়তা দিবস পালনে প্রথমবারের মতো রাজশাহীর তানোরে কাবাডি (হাডুডু) খেলা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা লিগ্যাল এইড কমিটির ব্যানারে উপজেলা সদরের গোল্লাপাড়া বাজার ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমাজসেবা অফিসার মাতিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এমরান The traditional Kabaddi game is held in Tanore Photo-03 27.04.2017আলী  মোল্লা। এসময় সচেতন জাস্টিস ফর অল রাজশাহীর প্রোগ্রাম অফিসার রুমানা শারমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রহিম মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান বন্দনা রাণী, তানোর পৌরসভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব রবিউল ইসলাম, তানোসপরির সভাপতি কবি অসীম সরকার, তানোর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইমরান হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ আব্দুল হান্নান, তালন্দ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম প্রমুখ।

খেলায় তানোর পৌরসভা ও কামারগাঁ ইউনিয়ন পরিষদ কাবাডি দলের খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। স্থানীয় শতশত বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের উপস্থিতিতে হাড্ডাহাড্ডি লড়ায় শেষে তানোর পৌরসভা কাবাডি দলকে পরাজিত করে জয়লাভ করেন কামারগাঁ ইউনিয়ন পরিষদ কাবাডি দল। খেলাটি পরিচালনা করেন তানোর পৌরসভা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আব্দুল বারী ও তানোর ইসলাহিয়া মাদ্রাসার ক্রীড়া শিক্ষক হাফিজ উদ্দীন।

happy wheels 2

Comments