পরিবেশবান্ধব ও ব্যয় সাশ্রয়ী জ্বালানি ব্যবহারে উদ্বুদ্ধকরণ সাইকেল র‌্যালী

মানিকগঞ্জ থেকে নজরুল ইসলাম

DSC04253

‘সবুজ জ্বালানি ব্যবহার করি, পরিবেশ সুরক্ষা করি’, ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি’, ‘পরিবেশবান্ধব বৃক্ষ রোপণ করি, পাখির আবাসস্থল রক্ষা করি’, ‘প্রাণ প্রকৃতির উপর সহিংসতা পরিহার করি’, ‘কম কার্বন নির্গমন করি, নবায়ণযোগ্য জ্বালানি ব্যবহার করি’, এ রকম বিভিন্ন স্লোগান সম্বলিত পোষ্টার নিয়ে গত ৩ ডিসেম্বর ২০১৭ সকাল ৯.০০ ঘটিকায় বারসিক এর পৃষ্ঠপোষকতায় ইয়ুথ গ্রীণ ক্লাবের আয়োজনে সরুপাই ওপেন ফ্রেন্ডস ক্লাব চত্ত্বর হতে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়।

DSC04237র‌্যালিটির উদ্ধোধনী পর্বে ইয়ুথ গ্রীণ ক্লাবের সভাপতি ইসা খানের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উদ্ধোধন ঘোষণা করেন বিশিষ্ট পরিবেশবাদী আন্দোলনের সংগঠক স্যাক এর নির্বাহী প্রধান এ্যাডভোকেট দিপক কুমার ঘোষ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক জনাব আসলাম খান বাবু, হরিরামপুর থানার অফিসার্স ইনচার্জ মো. লুৎফর রহমান,বারসিক মানিকগঞ্জ রিসোর্স সেন্টার এর আঞ্চলিক সমন্বয়কারি বিমল রায়, পাখি পালন করি (পালক) এর জেলা কমিটির সদস্য ইকবাল খান, প্রভাষক নাজিরুল ইসলাম নাজির, স্কুল শিক্ষক তৌহিদুল ইসলাম তুহিন, সরুপাই নবপাঠাগার এর সম্পাদক তৌফিকুর রহমান, ওপেন ফ্রেন্ডস ক্লাবের সভাপতি মিজানুর রহমান হৃদয়, গ্রীণ ক্লাবের সাধান সম্পাদক হাফসা আহমেদ, তারুণ্যের আলো যুব জলবাযু সংগঠনের সভাপতি নুর মুহাম্মদ রনি, ধারাভাষ্যকার মো. আজিজ মিয়া সহ প্রমুখ।

DSC04358অতিথিরা তরুণ প্রজন্মের এই সাহসী উদ্যোগকে স্বাগত জানান এবং প্রাণ-প্রকৃতি প্রতিবেশ রক্ষায় এই প্রচারাভিযান সময়োপযোাগী মনে করেন। অতিথিরা তাদের বক্তব্যে বলেন, তরুনদেরকেই দায়িত্ব নিতে হবে এই ধরণীকে বাসযোগ্য হিসেবে গড়ে তোলার জন্য। সুজলা সুফলা সোনার বাংলা সবুজ শ্যামলিমায় ভরতে হলে জ্বালানির অপচয় বন্ধ করতে হবে। বিকল্প জ্বালানি ব্যবহার করতে হবে, পরিবেশবান্ধব বৃক্ষরোপণ করতে হবে।
আলোচনা শেষে প্রকৃতি রক্ষার শপথ গ্রহন করেন ৫০ জন তরুণ-তরুনি। এই র‌্যলীটি ঝিটকা- লাউতা-লেছরাগঞ্জ হয়ে আন্ধারমানিক বাজারে বারসিক রিসোর্স সেন্টারে দুপুর বিরতি হয় এবং বিকেলে পদ্মার পারে নৌকা যোগে আনন্দ ভ্রমণ করে প্রকৃতিকে কাছ থেকে দেখার আনন্দ লাভ করে। র‌্যালিটি আবার সরুপাই এসে বিকেল ৫.০০ ঘটিকায় শেষ হয়।

happy wheels 2

Comments