শীতার্তদের পাশে উৎসুক কিশোরী সংগঠন
নেত্রকোনা থেকে পার্বতী রাণী সিংহ
দেশে শীতের প্রকোপ বেড়ে গেছে। গ্রামের সুবিধাবঞ্চিত সাধারণ মানুষ, শিশু, প্রবীণ নারী ও পুরুষ শীতে প্রচন্ড কষ্টের মাঝে জীবনযাপন করছেন। সুবিধাবঞ্চিত মানুষের এই কষ্ট কিছুটা হলেও লাঘব করার জন্য নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার তেলিগাতি ইউনিয়নের শ্রীপুর গ্রামের উৎসুক কিশোরী সংগঠনের সদস্যরা সেই সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। সংগঠনের সদস্যরা শীত বস্ত্র কেনার জন্য নিজেরা প্রত্যেকে ৫০ টাকা সংগ্রহ করেছে। এছাড়া গ্রাম, পাড়ার মানুষের জন্য কাছ থেকে পুরাতন শীতবস্ত্র সংগ্রহ করেছে। এভাবে সংগৃহীত ও কেনা শীতবস্ত্রগুলো সুবিধাবঞ্চিত ৩০ জন শিশু, নারী ও পুরুষের মাঝে সম্প্রতি বিতরণ করা হয়েছে। গ্রামের নারী, শিশু ও প্রবীণরা শীত বস্ত্র পেয়ে বেজায় খুশি।
শীতের কারণে এই বিগত এক সপ্তাহ থেকেই অনেক শিশু ও প্রবীণ নিউমোনিয়া, সর্দি-কাশিতে আক্রান্ত হচ্ছে। শীতবস্ত্র পেয়ে এসব মানুষেরা কিছুটা হলেও শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে পারেন। এতে শীতজনিত বিভিন্ন রোগের আক্রমণের হার কমে যাবে বলে সংগঠনের সদস্যরা মনে করেন। এই প্রসঙ্গে কিশোরী সংগঠনের সদস্য সোজানা বলে, “আমরা গ্রামের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কিছু করতে পেরে নিজেরক ধন্য মনে করছি।” অন্যদিকে শীতের গরম কাপড় পেয়ে গ্রামের শিশু নাজমা বলে, “আমার শীতের গরম কাপড় ছিল না আপারা কাপড় দিয়ে আমাকে খুব উপকার করছে। গতবছরও আপারা আমাদের কাপড় দিয়ে সাহায্য করেছিল।”