সাম্প্রতিক পোস্ট

ফটো ক্যাপশন

পাতা কুড়ানি

Exif_JPEG_420

এই বয়সে ওদের বই-খাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা। হৈ-হুল্লোর আর আনন্দে মেতে থাকার কথা খেলার মাঠে। কিন্তু দারিদ্র্যতা কেড়ে নিয়েছে ওদের স্বর্ণালী শৈশবের সে আনন্দ, পড়াশোনার মৌলিক অধিকার। ওরা এখন “পাতা কুড়ানি”। শরীফা, আকলিমা, রাশেদের মতো আরো অনেক শিশু মাঠে-পথে প্রান্তরে গাছের ঝরে পড়া পাতা কুড়িয়ে বিক্রি করে যৎসামান্য অর্থ পায়, তা দিয়েই নিজেদের সংসারের দারিদ্রতার বিরুদ্ধে টিকে থাকার কিছুটা সংগ্রাম। ছবিটি ঘিওর উপজেলা পরিষদ চত্বর এলাকা থেকে তুলেছেন আামাদের প্রতিনিধি আব্দুর রাজ্জাক

happy wheels 2