বৈচিত্র্য যতো কমে যাচ্ছে জীবন ততো কঠিন হচ্ছে

সিংগাইর মানিকগঞ্জ থেকে শাহীনুর রহমান
গত (৫ জুলাই) ছোট কালিয়াকৈর কৃষক শ্রমিক সমাজ সেবা সংঘের উদ্যোগে বৈচিত্র্য,আন্তঃনির্ভরশীলতা, বহুত্ববাদী সমাজ এবং নারীর প্রতি সহিংসতা রোধে করণীয় শীর্ষক সংলাপ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

IMG_20180705_173939
কৃষক জসিম উদ্দিনের সঞ্চলানায় মো. মোস্থাফিজুর রহমান বিশ্বাস মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিংগাইর উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি মো. ওবায়দুর রহমান, অবসর প্রাপ্ত শিক্ষক মো. কোমর উদ্দিন, বাজার কমিটির সভাপতি মো. চান মিয়া, উপজেলা কৃষক লীগের সহসভাপতি মো. জসিম উদ্দিন, বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়, কৃষক দারোগ আলী, মজিবর রহমান, আব্দুল মজিদ প্রমুখ। সংলাপে আরও উপস্থিত ছিলেন কৃষক মোয়াজ্জেম হোসেন, বারসিক কর্মকর্তা নিতাই চন্দ্র দাসসহ ৭৫ জন কৃষক।

IMG_20180705_175329
সংলাপে বক্তারা বলেন, “নিজেদের জীবন বাঁচিয়ে রাখতে হলে বৈচিত্র্য রক্ষা করে আন্তঃনির্ভরশীল সমাজ গড়তে হবে। মানুষ প্রকৃতির যে সকল উপদানের উপর নির্ভরশীল আমরা সেই সকল উপাদানকে নষ্ট করে নিজেদের অস্তিত্বকে হুমকির মুখে ঠেলে দিচ্ছি।” তারা আরও বলেন, “আমাদের জীবন, প্রাণ প্রকৃতি পরিবশে ও বৈচিত্র্য প্রত্যেকটি আন্তঃনির্ভরশীল সম্পর্কের মধ্যে দিয়ে পরিচালিত হয়। তাই বৈচিত্র্য যত কমে যাচ্ছে আমাদের জীবন তত কঠিন হয়ে যাচ্ছে।”

সংলাপে বক্তারা জানান, পারিবারিক ও সামাজিকভাবে নারীদেরকে সম্মান করতে হবে। নারী নির্যাতন, বাল্য বিবাহ, নারীদেরকে উত্তোক্তকারীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন তৈরি করতে হবে।

happy wheels 2

Comments