সাম্প্রতিক পোস্ট

প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের প্রত্যয় ব্যক্ত করলেন মানিকগঞ্জের তরুণেরা

মানিকগঞ্জ থেকে বিউটি রাণী সরকার ও মো. নজরুল ইসলাম

বায়রা যুব জলবায়ু সেচ্ছাসেবক ও বারসিক’র যৌথ উদ্যোগে গত ১৪ সেপ্টেম্বর মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার বায়রা জজ বাড়িতে যুব জলবায়ু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারসিক হরিরামপুর, ঘিওর, মানিকগঞ্জ সদর ও সিংগাইর এর সকল কর্মকর্তা ও যুব প্রতিনিধি।

41680217_2174306646180261_784469750775283712_n
অনুষ্ঠানে ইয়ুথ গ্রীন ক্লাবের যুব প্রতিনিধি মিজানুর রহমান হৃদয় এর সভাপতিত্ত্বে জলবায়ু আয়নার মাধ্যমে অংশগ্রহণকারিদের মাঝে আবহাওয়া ও জলবায়ু বিষয়ক সাধারণ ধারণা দেন বারসিক সমন্বয়কারি ও গবেষক পাভেল পার্থ। এ সময় উপস্থিত অংশগ্রহণকারীদের মাঝে আমার গ্রাম, আমার পরিবেশ, আমার দায়িত্ব শীর্ষক সরাসারি শিক্ষামূলক ক্ইুজ উপস্থাপন করেন বারসিক সমন্বয়কারি ও গবেষক জাহাঙ্গীর আলম। অন্যদিকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তরুণ প্রজন্মের দায়িত্ব বিষয়ে আলোকপাত করেন বারসিক সিংগাইর এলাকা সমন্বয়কারি শিমুল কুমার বিশ্বাস।

41747978_298376214091933_239465613825671168_n
অনুষ্ঠিত যুব জলবায়ু ক্যাম্পে বায়রা ইউনিয়ন যুব জলবায়ু সেচ্ছাসেবক টিমের একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। আশীষ কুমার রায়কে আহবায়ক করে শাহীন আলম, মো. আলামিন, অনন্যা আক্তার, লিজা আক্তার, নাসরিন আক্তার ও বকুল আক্তারসহ ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটির সদস্যরা আগামী দিনে জলবায়ু পরিবর্তন, কৃষি প্রতিবেশ, বৈচিত্র্য, আন্তঃনির্ভরশীলতা, প্রাকৃতিক বিপর্যয়, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলা, প্রশমন, অভিযোজন ও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

41862362_233215397542554_8613868134048202752_n
যুব জলবায়ু ক্যাম্পের ২য় পর্বে লোকায়ত কৃষি চর্চা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। বায়রা সাংস্কৃতিক সংঘ এই সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানে গান পরিবেশন করেন দেওয়ান পিপুলি আক্তার, মো. ইফসুফ আলী, মো. আনোয়ার হোসেনসহ সংগঠনের শিল্পী ও স্থানীয় শিল্পীবৃন্দ¦।

happy wheels 2

Comments