চারপাশে ময়লা নাই, এমন একটা দেশ চাই

সংবাদ বিজ্ঞপ্তি

‘চারপাশে ময়লা নাই, এমন একটা দেশ চাই’ এই স্লোগান নিয়ে রাজশাহীতে চতুর্থবারের মতো পালিত হয়েছে দেশটাকে পরিষ্কার করি দিবস। গতকাল বেলা ১১টায় রাজশাহী মহানগরীর আলুপট্টি মোড় থেকে স্বেচ্ছাসেবী সংগঠন ‘পরিবর্তন চাই’ এ কর্মসূচির আয়োজন করে। এতে অংশগ্রহণ করে রাজশাহীর তরুণ সংগঠন ‘ইয়্যাস (ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ)’র একদল তরুণ।

SAM_1334

এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হবিবুব রহমান। ব্যতিক্রধর্মী এ পরিচ্ছন্নতা অভিযানে ‘ইয়্যাস (ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ)’র সদস্যরাসহ নগরীর প্রায় ছয় শতাধিক স্বেচ্ছাসেবী মহানগরীর আলুপট্টি মোড় থেকে পদ্মা গার্ডেন পর্যন্ত সড়কে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করে।

SAM_1377

পরে পদ্মা গার্ডেনের মুক্ত মঞ্চে এক সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। এ সমাবেশে বক্তব্য রাখেন ‘ইয়্যাস (ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ)’র সভাপতি শামীউল আলীম শাওন সহ অন্যন্য সংগঠনের নেত্ববৃন্দরা।

happy wheels 2

Comments