সাম্প্রতিক পোস্ট

নান্দনিক সৌন্দর্যতায় লাল পদ্ম

সৌন্দর্য পিয়াসী মানুষ নিজেকে, নিজের পরিবেশকে সব সময় সুন্দর করে সাজাতে চেষ্টা করে। ভালো লাগা বিষয়বস্তুকে উপস্থাপনের চেষ্টা হয়তোবা স্বভাবজাত। যদিও দেশকাল ভেদে সৌন্দর্য আপেক্ষিক বিষয় তবুও এমন কিছু বিষয় থেকে যায় যা সবার হৃদয়কে দোলা দিয়ে যায়। আকৃষ্ট করে।

lal podmo-1

পাবনার চাটমোহর উপজেলা পরিষদের পুকুরের ভাসমান লাল পদ্মগুলোর সৌন্দর্য কাছে টানছে মানুষকে। পথ চলতে অনেকেই এ পুকুরের পারে দাড়িয়ে অবলোকন করেন লাল পদ্মের সৌন্দর্য।

lal podmo-2

মুগ্ধ হন তারা। পানির সাথে পাতাগুলো লেপ্টে থাকলেও নরম কান্ডের উপরিভাগের নয়াভিরাম প্রষ্ফুটিত লাল পদ্ম ফুলগুলো যেন মাথা উঁচু করে দাঁড়িয়ে নিজের শ্রেষ্ঠত্ব জানান দিতে চাইছে।

lal podmo-3

উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার বলেন, ‘পুকুরটির সৌন্দর্য বাড়াতেই এখানে লাল পদ্মের কন্দ লাগানো হয়েছিল।

lal podmo-4

বংশ বিস্তারের মাধ্যমে ধীরে ধীরে পুকুরটিতে ছড়িয়ে পরছে এ জলজ উদ্ভিদ। লাল পদ্মের সমারোহ খাল বিল হাওর বাওরসহ অন্যান্য জলাশয়েরও সৌন্দর্য বাড়ায়।

lal podmo-5

লাল পদ্মের ছবিগুলো তুলেছেন বারসিকনিউজ এর পাবনা প্রতিনিধি ইকবাল কবীর রনজু

happy wheels 2

Comments