সাম্প্রতিক পোস্ট

আমরা বেশি করে গাছ লাগাবো

সাতক্ষীরা থেকে ফজলুল হক
গাছ লাগাই, পরিবেশ বাচাই এই স্লোগানকে সামনে রেখে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় সাতক্ষীরার মাছখোলা গ্রামীণ নারীদের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।

IMG_20180924_163936
গত ২৩ সেপ্টেম্বর মাছখোলা বেতনা নারী সংগঠণের সভানেত্রী আশুরার সভাপতিত্বে ফজল বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাছখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক গোলাম মোস্থফা। আরোও উপস্থিত ছিলেন বারসিকের সহযোগী কর্মসূচি কর্মকর্তা আসাদুল ইসলাম, যুব সংগঠক ফজলুল হক প্রমুখ। তারা এ সময় মাছখোলার ৪০ জন নারীকে ২টি করে মোট ৮০টি ফলজ গাছের চারা বিতরণ করেন।

IMG_20180924_180457

অতিথি গোলাম মোস্থফা গ্রামীণ নারীদের উদ্দেশ্য বলেন, ‘গাছ আমাদের পরম বন্ধু, গাছ না থাকলে আমরা বেঁচে থাকতে পারবো না। তাই আমাদের বেশি করে গাছের চারা রোপণ করতে হবে।’ তিনি আরো বলেন, ‘গাছ আমাদের অক্সিজেন দেয় এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। গাছ আমাদের সুন্দর করে বাঁচিয়ে রাখে।’

আশুরা বেগম বলেন, ‘গাছের চারা পেয়ে আমরা খুশি। আমরা বেশি করে গাছ লাগাবো এবং সবাই গাছ সংরক্ষণ করে প্রকৃতি রক্ষা করবো।’

happy wheels 2

Comments