সাম্প্রতিক পোস্ট

শ্যামনগরে দর্জি বিজ্ঞান প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার শ্যামনগর থেকে গাজী আল ইমরান

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের রাজা প্রতাপাদিত্যের রাজধানী ধুমঘাটে শাপলা নারী উন্নয়ন সংগঠনের আয়োজনে, ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদ এবং বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের সহযোগিতায় গতকাল আত্মশক্তিতে বলিয়ান হতে দর্জি বিজ্ঞান প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

20181008_171925

বারসিক কর্মকর্তা মননজয় মন্ডলের সঞ্চালনায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান এ্যাড. জি এম শোকর আলি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ফারুক হোসাইন সাগর, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল হোসেন মিয়া, বারসিকের এলাকা সমন্বয়কারি পার্থ সারথী পাল, বারসিক কর্মকর্তা রামকৃষ্ণ জোয়ারদার, আল ইমরান, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু, শাপলা নারী উন্নয়ন সংগঠনের সভাপতি অল্পনা রানী মিস্ত্রি সহ প্রমূখ।

উদ্বোধনী অনুষ্ঠানে চেয়ারম্যান শোকর আলি শাপলা নারী উন্নয়ন সংগঠনে দুটি সেলাই মেশিন প্রদান করেন।

happy wheels 2

Comments