সাম্প্রতিক পোস্ট

মাটি পরীক্ষা বিষয়ক প্রশিক্ষণ পেল তানোরের কৃষক-কৃষানীরা

তানোর রাজশাহী থেকে মো. জাহিদ আলী:
রাজশাহীর তানোরে তালন্দ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বারসিক আয়োজিত কৃষক পর্যায়ে মাটি পরীক্ষার নমুনা সংগ্রহ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধন করেন তালন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম।

IMG_1087রাজশাহীর তানোর, গোদাগাড়ী, পবা এলাকায় মাঠ পর্যাযের কার্যক্রমে বিভিন্ন পর্যায়ের কৃষকের চাহিদা অনুযায়ী মাটি পরীক্ষার বিষয়টি গুরুত্ব সহকারে উঠে আসে। কৃষকদের দাবীর প্রেক্ষিতে আজ সকালে আঞ্চলিক মৃত্তিকা গবেষণা ইন্সিটিউট এর কারিগরী সহযোগিতায় তানোর এলাকার গোকুল মথুরা, মোহর, আড়াদিঘি, দেবীপুর, লালপুর ও দুবইল গ্রামের ২০ জন কৃষক কৃষাণীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্টিত হয়। কর্মশালার প্রশিক্ষক রাজশাহী আঞ্চলিক মৃত্তিকা গবেষণা ইন্সিটিউট এর সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা আমিনুল ইসলামের পরিচালনায় অংশগ্রহণকারী কৃষক-কৃষানী ও পরিষদের জনপ্রতিনিধিরা মাটি পরীক্ষার নমুনা সংগ্রহ বিষয়ক কারিগরী বিষয় গুলোর খুটিনাটি বিষয়গুলো বুঝিয়ে দেন। তিনি মাটি পরীক্ষার মাটি সংগ্রহের পদ্ধতি হাতে কলমে অংশগ্রহণকারীদের জানাতে চেষ্টা করেন।

43555382_172803820266156_6302819714666070016_nতানোর আড়াদিঘি মৌজার উপসহকারী শাহজাহান আলী জানান, “মাটির কি প্রয়োজন তা পরীক্ষার মাধ্যমেই সুষ্ঠুভাবে জানা যায়। মাটি পরীক্ষা করতে যদি কারিগরী সহায়তার প্রয়োজন হলে আমরা সবসময় কৃষকের পাশে আছি”। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম জানান, “খাদ্য যেমন আমাদের শরীর টিকিয়ে রাখে তেমন মাটির কি খাদ্য প্রয়োজন সেটা যদি আমরা দিতে পারি তাহলে মাটিও আমাদের পর্যাপ্ত ফসল দিবে। তাই মাটির স্বাস্থ্য ঠিক রাখার জন্য তা পরীক্ষা করেই যথাযথ পদক্ষেপ নেয়া উচিত।”

প্রশিক্ষণ কর্মশালা পরিচালনাকারী আমিনুল ইসলাম জানান, “মাটি পরীক্ষা করা যেমন জরুরী তেমন মাটিতে জৈব সার দেওয়াও জরুরী। জৈব সার মাটিতে রাসয়নিক সারের কার্যকারীতে সঠিক ভাবে সহায়তা করে। আবার ভেজাল সার চেনাটাও জরুরী আমারা জমিতে সার দিয়েও আশানুরুপ ফল পায়না একমাত্র ভেজাল সার ব্যবহারের জন্য তাই মাটি স্বাস্থ্য ভালো রাখার জন্য মাটি পরীক্ষা ও যথাযথ সার প্রয়োগও জরুরী।”

দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন তালন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম, ইউপি সদস্য মানুনুর রহমান, হাসান আলী, রুস্তম আলী, সংরক্ষিত নারী ইউপি সদস্য লাইলী বেগম, হালিমা বিবি ও হালেমা বেগম, ইউপি সচিব রাসেল রহমান।

happy wheels 2

Comments