আমাদের জল ভরা কাজল পুকুর

মো. ইউসুফ আলী মোল্লা
(২য় শ্রেণীতে পড়েছেন ১৯৫৬ সালে। কবির নাম অজানা)

IMG_1898

আমাদের জল ভরা কাজল পুকুর
খেলা করে হাঁসগুলি সকাল দুপুর।
তুলোর পুতুল যেন, বাচ্চার দল
বাচ্চারা কাছ ছাড়া হয় না মাতার
তাঁর ঘিরে দলে দলে দেয় যে সাঁতার।
যায় নাকো দূরে দূরে, কাছে আসে ঘুরে ঘুরে
ভাসে অনায়াসে, তারা যা পায় খাবার
রাঁঙা রাঁঙা ঠোঁটে তাই করে যে সাবার।
বিকেলে পুকুর ছাড়ি, উঠে আসে তারাতারি
বাড়ির পানে যায় সবে খুটুর খুটুর
প্যাক প্যাক ডাক ছাড়ে বড়ই মধুর।

happy wheels 2

Comments