রাজশাহীতে সকল প্রাণের নিরাপদ খাদ্য ও প্রাকৃতিক জলাশয় রক্ষার দাবীতে মানববন্ধন

বারসিক রাজশাহী থেকে জাহিদ আলী ও অমৃত কুমার সরকার

রাজশাহীতে সকল প্রাণের নিরাপদ খাদ্য ও প্রাকৃতিক জলাশয় রক্ষার দাবীতে শনিবার সকাল দশটায় সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধন হয়েছে। রাজশাহী শহরের তরুণ সংগঠন ও বেসরকারি গবেষণা উন্নয়ন সংস্থা বারসিকের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকল প্রাণের নিরাপদ খাদ্য ও নিরাপদ প্রাকৃতি জলাশয় সুরক্ষার গুরুত্ব সাথে সংগতি প্রকাশ করেন রাজশাহী শহরের ১০টি সংগঠন। তারা উপরোক্ত বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণ ও কার্যকরী ভূমিকা গ্রহণের আহবান জানান।

20190202_102048

মানববন্ধনে তরুণ সংগঠনগুলোর পক্ষ থেকে নিরাপদ খাদ্য উৎপাদন, পরিবেশ দুষণরোধ, ক্ষতিকর রাসয়নিক দ্রব্য প্রয়োগ বন্ধ, নিরাপদ খাদ্য আইনের যথাযথ বাস্তবায়ন, কৃষিতে কৃষকের নিয়ন্ত্রণ, প্রতিটি ইউনিয়নে খাদ্যের মান পরীক্ষা, মাঠ পর্যায়ে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা, বিদ্যালয়ে নতুন প্রজন্মমের শিক্ষার্থীদের নিরপাদ খাদ্যের ধারণা প্রদান, নিরাপদ খাদ্য আন্দোলনকে সক্রিয় করা, জলজ বৈচিত্র্য ও প্রাণসম্পদের রক্ষায় জলাশায়ের সুরক্ষাসহ গবাদী প্রাণসম্পদের নিরাপদ খাদ্যের দাবি জানান।

20190202_101927

বরেন্দ্র শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা কেন্দ্রের সভাপতি জাওয়াদ আহমেদ রাফি’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেভ দি ন্যাচার এ্যান্ড লাইফ এর চেয়ারম্যান, মিজানুর রহমান, ইয়ুথ একশ্যান ফর সোস্যাল চেঞ্জ এর প্রতিষ্ঠাতা সভাপতি শামীউল আলীম শাওন, রোটার‌্যাক্ট ক্লাব রাজশাহীর সাধারণ সম্পাদক ইমতিয়াজ হোসেন জয়, বাংলাদেশ ইনোভেটিভ ইডুকেশন সিস্টেম এর সভাপতি জয়নাল আবেদীন সবুর, আদিবাসী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক তরুণ মুন্ডা, সূর্য কিরণ এর সভাপতি শায়খ তাসনীম জামাল, জিরো পয়েন্ট সিক্স গ্রাভিটি রাইডার এর সভাপতি জোবায়ের হোসেন, সামাজিক স্কুল এর আহবায়ক আলমগীর করির সবুজ, বারসিক রাজশাহী রিসোর্র্স সেন্টারের প্রোগ্রাম অফিসার জাহিদ আলী, সহযোগী কর্মসূচি কর্মকর্তা অমৃত কুমার সরকার, উপেন রবিদাস প্রমুখ।

happy wheels 2

Comments