সাম্প্রতিক পোস্ট

বারসিক’র উদ্যোগ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উদ্যাপন

মানিকগঞ্জ থেকে মো. নজরুল ইসলাম
গত ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সরকারি কর্মসূচির সাথে সমন্বয় রেখে বারসিক এবং স্থানীয় জনগোষ্ঠীর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন করা হয়। রাতের প্রথম প্রহরেই ভাষা আন্দোলনে প্রথম শহীদ মোহাম্মদ রফিক এর নামে শহীদ রফিক সড়ক মানিকগঞ্জ ও রফিক চত্ত্বরে আল্পনা উৎসব উদীচীর আয়োজনে বারসিকসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহন করেন। মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌস এই কর্মসূচির উদ্বোধন করেন। প্রভাত ফেরিতে শহীদ রফিকের পিতৃভূমি সিংগাইর পারিল গ্রামে প্রথম প্রহরেই শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন শহীদ রফিক যুব সেচ্ছাসেবক টিম ও বারসিক সিংগাইর রিসোর্স সেন্টার, মানিকগঞ্জ।

52106828_2192098664188542_5803359690096115712_n
ভাষা দিবসের অনুষ্ঠানে মানিকগঞ্জ সিংগাইর উপজেলার কালিয়াকোর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, বিনোদপুর ও বাইমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, নবগ্রাম ঐক্যবন্ধন পরিষদ, সদর উপজেলায় স্যাক কার্যালয়ে দাশরা মন্দিরভিত্তিক শিশু শিক্ষা প্রতিষ্ঠান ও কাফাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চিত্রাংকন ও আবৃত্তি, রচনা,উপস্থিত বক্তৃতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

52759707_542022066302919_250465244114059264_n

মাদ্রাসা, বিদ্যালয় ও জনসংগঠন থেকে পর্যায়ক্রমে প্রধান শিক্ষক মো. আবুল হোসেন, প্রধান শিক্ষক মোস্তাক হোসেন, জেরিন আক্তার, ও নবু সরদার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারি বিমল রায়, সহকারি শিক্ষক মো: মাহবুবুর রহমান,বাইমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জেরিন আক্তার, সুলতানা আক্তার,বারসিক সিংগাইর শাখা ব্যবস্থাপক শিমুল কুমার বিশ্বাস, প্রোগ্রাম অফিসার মাসুদুর রহমান, সত্যরঞ্জন সাহা, রাশেদা আক্তার, মো: নজরুল ইসলাম, বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালযের সহকারি শিক্ষক রৌশন আরা, রুপালী খানম, শিউলি আক্তার, মো: ছব্দার হোসেন, শহীদ রফিক যুব সেচ্ছাসেবক টিমের আহবায়ক আশিস কুমার সরকার প্রমুখ।

happy wheels 2

Comments