সাতক্ষীরায় বৈচিত্র্য ও যুব নেতৃত্ব বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আসাদুল ইসলাম, সাতক্ষীরা
সাতক্ষীরায় দুই দিনব্যাপী বৈচিত্র্য ও যুব নেতৃত্ব বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বারসিক সাতক্ষীরা রিসোর্স সেন্টারে সনদপত্র বিতরণের মধ্যদিয়ে দু’দিন ব্যাপী এই কর্মশালা শেষ হয়। এর আগে বারসিক ইনস্টিটিউট অব অ্যাপ্লাইড স্টাডিজ (বিয়াস) এর আয়োজনে কর্মশালা শুরু হয়।

55462878_2151008044980138_5140852596616986624_n

সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বারসিকের এলাকা সমন্বয়কারী পার্থ সারথী পালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিয়াসের কোর্স সমন্বয়কারী গবেষক বাহাউদ্দিন বাহার। আরো উপস্থিত ছিলেন বারসিকের সহকারি কর্মসূচি কর্মকর্তা আসাদুল ইসলাম, যুব সংগঠক ফজুলল হক, কমিউনিটি ফ্যাসিলেটর মাহিদা মিজান, শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সহ সভাপতি শামছুন্নাহার মুন্নি, অর্থ সম্পাদক আব্দুর রহিম, প্রচার সম্পাদক নূরুল হুদা, সদস্য আব্দুল কাদের, শারমিন খাতুন, সাকিবুল হাসান প্রমুখ।

56175007_571642700022297_603079056933519360_n

কর্মশালায় সাতক্ষীরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৫জন স্নাতক পর্যায়ের শিক্ষার্থী অংশগ্রহণ করে।

happy wheels 2

Comments