সাম্প্রতিক পোস্ট

কবিতার ফেরিওয়ালা

হরিরামপুর থেকে সু/শা/ন্ত/হা/ল/দা/র

 

অস্তমিত দিনও জানে আকাশের ঠিকানা
অথচ পথ জানে না পথের দূর সীমানা
শুধু সময়ের হিসেবে দিনান্তের স্বাক্ষী ইট বালি সুরকির পলেস্তারা
জীবন মানেইতো স্মৃতি মন্থনে কবিতার ফেরিওয়ালা

বরফের আগুনে পুড়িয়ে হাত করেছি কত আশঙ্কা
অথচ ভাবিনি হিমঘরেও ছিলো শত্রুর আনাগোনা
পশ্চিমা বাতাসে উড়ে গেছে সাত চল্লিশের জমানো নিদ্রা
ষড় ঋতুর বৈচিত্রে আজ কালবৈশাখী ঝড়ের প্রবঞ্চনা

গণতন্ত্রের বুকে আবার পুরনো শকুনের আস্তানা
ছিঁড়ে ফেলছে ধর্ষক কোরআন বাইবেল গীতা
জিরো পয়েন্টে আজও শত্রুর থাবায় বিমর্ষ বিজয়া,
সবুজের মাঝে রক্তিম যেনো ৭-ই মার্চের কবিতা

গাঙের জলে যদি হয় পৈশাচিক নিরবতা
হাঙ্গরের খাদ্য তখন সাঁতার কাটা চাপিলা
জীবন যদি হয় পুরনো দিনের একাকীত্বের বিষন্নতা
তবে মৃত্যুর থেকে ছিনিয়ে আনবো কবিতা লেখার দাঁড়ি ডট কমা!

happy wheels 2