সাম্প্রতিক পোস্ট

ত্রাণ নয় পরিকল্পিত বেড়িবাঁধ ও সাইক্লোন শেল্টার চাই

সাতক্ষীরার শ্যামনগর থেকে গাজী আল ইমরান
মানুষের জানমালের নিরাপত্তায় আগামী দুই সপ্তাহের মধ্যে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও আরও ৪০টি সাইক্লোনসেল্টার নির্মাণের আশ্বাস দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি এবং পানি সম্পদ উপমন্ত্রী এ.কে.এম এনামুল হক শামীম ।

20190505_134029

গতকাল (রোববার) ঘূর্ণিঝড় ফণি দুর্গত এলাকা হিসেবে গাবুরা ইউনিয়নের খোল পেটুয়া নদীর জরাজীর্ণ বেড়িবাঁধ পরিদর্শনকালে তাঁরা এ আশ্বাস দেন। এসময় যুব সংগঠন সিডিও ইয়ুথ টিমের সদস্যরা “ত্রাণ নয়, জীবন চাই, ত্রাণ নয়, স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা”সহ বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এসময় মন্ত্রীগণ বলেন, ‘এখানকার মানুষের দাবি অনুযায়ী ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ নির্মাণকেই বেশি গুরুত্ব দেওয়া হবে।’ এর আগে তিনি খোল পেটুয়া নদীর ঝুঁকিপূর্ণ ও ফাটল ধরা ২৭টি পয়েন্ট পরিদর্শন করেন।

20190505_132423
বেড়িবাঁধ পরিদর্শনকালে, স্থানীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, মন্ত্রী পরিষদ সচিব মো. শফিউল আযম, জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন, ভারপ্রাপ্ত ইউএনও সুজন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

20190505_134251
এদিকে ফণি দুর্গতদের মধ্যে নৌ বাহিনীর ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন কথা থাকলেও দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পরিদর্শনকারী দলটি তাতে অংশ নেননি। প্রসঙ্গত, ফণি দুর্গত এলাকা পরিদর্শনে বেলা সাড়ে ১১ টায় আকষ্মিক সফরে বিমান বাহিনীর দুটি হেলিকপ্টারে শ্যামনগরে আসেন তারা।

happy wheels 2

Comments