সাম্প্রতিক পোস্ট

স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবেলায় সামাজিক সচেতনতা আরো জোরদার করতে হবে

মানিকগঞ্জ থেকে মো. নজরুল ইসলাম

‘জেন্ডার বৈচিত্র্য সুরক্ষা করি, সামাজিক ন্যায্যতা গড়ি’ এই স্লোগানকে ধারণ করে বারসিক’র সহযোগিতায় মানিকগঞ্জ জেলার সিংগাইর অঞ্চলে বাইমাইল ঋষিপাড়া নারী উন্নয়ন সমিতির আয়োজনে গতকাল কিশোরীদের বয়োঃসন্ধিকাল-প্রজনন ও নারী স্বাস্থ্যগত ধারণা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

60606203_465835200892638_5772493937688182784_n
কর্মশালায় রাখালী মণিদাসের সভাপতিত্বে কর্মশালার উদ্দেশ ও করণীয় বিষয়ে ধারণাপত্র পাঠ করেন বারসিক মাঠ সহায়ক আছিয়া আক্তার। বয়োঃসন্ধিকালীন সময়ে ছেলে ও মেয়েদের কি ধরনের সমস্যা ও অস্থিরতা দেখা দেয় এবং পরিবারে বাবা মায়ের কি ভূমিকা হতে পারে সে বিষয়ে তথ্যবহুল আলোকপাত করেন বায়রা ইউপি পরিবার কল্যাণ স্বাস্থ্য সহকারি খালেদা আক্তার।

60713228_329127161113212_4456964773686280192_n
নারীর প্রজনন ও জরায়ুগত সমস্যা ও করণীয় বিষয়ে ধারণাপত্র বিশ্লেষণ করেন সিংগাইর উপজেলা কমিউনিটি স্বাস্থ্য উপসহকারি শিলা রানী বৈরাগী। সহায়কের ভূমিকা পালন করেন বারসিক মাঠ সহায়ক ইস্মিতা আক্তার। কর্মশালায় অংশগ্রহণমূলক আলোচনার মধ্যে উঠে আসে বর্তমানে পরিবারে কম বয়সী ছেলেমেয়েরা প্রযুক্তি দ্বারা বেশি আসক্তি হচ্ছে এবং ঠুনকো বিষয়ে রাগ-অভিমান করে এবং জেদের বসে জীবন পর্যন্ত বিলিয়ে দেয়। তাই বক্তারা জানান, এই বয়সে বাবা মাকে ছেলে মেয়েদের প্রতি বিশেষ নজর রাখতে হবে।

61185761_301497047471035_4412154593908097024_n
বর্তমান সময়ে বেশিভাগ মায়েদের প্রজনন ও জরায়ু সমস্যা প্রকট আকারে দেখা দিচ্ছে। এগুলো মোকাবেলা করতে নিয়মিত স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ এবং প্রাথমিক স্বাস্থ্য সেবা গ্রহণ করা উচিত। আলোচনা শেষে সিদ্ধান্ত হয় যে আগামী সভায় একটি কিশোরী ক্লাব গঠিত হবে এবং তাদেরে জন্য বিভিন্ন সচেতনতামূলক ভিডিও ডকুমেন্ট প্রদর্শন করা হবে।

happy wheels 2

Comments