সাম্প্রতিক পোস্ট

জনমতের বাজেটই হয় উন্নয়নের বাজেট

সিংগাইর, মানিকগঞ্জ থেকে শাহীনুর রহমান

স্থানীয় সরকারের বাজেটে তৃনমূল পর্যায়ে স্থানীয় প্রতিষ্ঠানের স্বচ্ছতা জবাদিহিতা ও জনঅংশগ্রহণ নিশ্চিতকরণ এবং স্থানীয় জনগোষ্ঠীর চাহিদাভিত্তিক উন্নয়ন কার্যক্রম পরিচালনায় ইউনিয়ন পরিষদকে সক্ষম করে গড়ে তোলার লক্ষ্যে সম্প্রতি সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের ২০১৯-২০২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।

IMG_20190522_115227

বলধারা ইউনিয়ন পরিষদের আমন্ত্রণে বারসিক সিংগাইর কর্মএলাকার বলধারা ইউনিয়নের বংগালা, কাস্তা, বড়কালিয়াকৈর , ছোটকালিয়াকৈর গ্রামের কৃষক ও কৃষাণী উক্ত বাজেট সভায় অংশগ্রহণ করেন। বলধারারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল মাজেদ খানের সভাপতিত্বে বাজেট সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইনঞ্জিনিয়ার তোবারক হোসেন (লুডু)। আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্যবৃন্দ এবং স্থানীয় জনগোষ্ঠী ।

IMG_20190522_111357
ইউনিয়ন পরিষদের সচিব মো. আব্দুল মান্নান ২০১৯-২০২০ অর্থবছরের এক কোটি সত্তর লক্ষ টাকার বাজেট জনগোষ্ঠীর সামনে উপস্থাপন করেন। উত্থপাতি বাজেটের উপর জনগোষ্ঠীর উন্মুক্ত আলোচনায় অতিথি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইজ্ঞিনিয়ার তোবারক হোসেন (লুডু) বলেন, ‘বাজেটের জনগণের অংশগ্রহণ ও মতামত থাকলে প্রতিষ্ঠানের দায়বদ্ধতা ও জবাবদিহিতা অনেকাংশে বেড়ে যায়। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে হলে জনগোষ্ঠীকে আরো সচেতন হতে হবে।’ চেয়রাম্যান বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল মাজেদ খান বলেন, ‘জনগণের চাহিদাকে প্রাধান্য দিয়ে এ বছরের বাজেট তৈরি করা হয়েছে। জনগণের উন্নয়নের জন্য আমাদের এই বাজেট। আমরা চাই জনগণ তাদের বাজেট বুঝে নিবে এবং নিজেরাই তাদের চাহিদাভিত্তিক উন্নয়নে অংশ্রগহণ করবে।’

IMG_20190522_112922
স্থানীয় ইউপি সদস্য মো. ইদ্রিস আলি বলেন, ‘প্রাকৃতিক সম্পদ রক্ষা ও নদী নালা খনেনর জন্য বাজটে বরাদ্দ বৃদ্ধি করতে হবে।’ বড় কালিয়াকৈর গ্রামের প্রতিনিধি শামিম মিয়া বলেন, ‘বাজেটে জনগণের অংশগ্রহণ করা ও মতামত প্রকাশ করা প্রতিটি নাগরিকের দায়িত্ব। জনগণের উন্নয়নের জন্যই বাজেট করা হয় এবং জনগণের উন্নয়নের জন্যই তা ব্যয় করা হয়।’ কৃষক হয়রত আলী বলেন, ‘জনমতের বাজেটই হয় উন্নয়নের বাজেট। জনগোষ্ঠীর মতামতের ভিত্তিইে যুগোপযোগি বাজেট তৈরি করতে হবে যেন কোন জনগোষ্ঠীর অধিকার খর্ব না হয়।’

happy wheels 2

Comments