অচাষকৃত উদ্ভিদবৈচিত্র্য সংরক্ষণ করি

সাতক্ষীরা থেকে মননজয় মন্ডল
সাতক্ষীরার শ্যামনগরে অচাষকৃত উদ্ভিদবৈচিত্র্য সংরক্ষণ বিষয়ে গতকাল সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিম ও বারসিক উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করে।

111 (1)

বারসিক শ্যামনগর রিসোর্স সেন্টার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বারসিক’র এলাকা সমন্বয়কারী পার্থ সারথী পাল। বক্তব্যে তিনি বলেন, ‘দক্ষিণ কোরিয়ার Kangwan national university & Eco-peace leadership center থেকে ১১ তম ইপিএলসি ফেলোশিপ পেয়েছেন বারসিক পরিচালক পাভেল পার্থ। তিনি সুন্দরবন অঞ্চল সহ দেশব্যাপী অচাষকৃত উদ্ভিদবৈচিত্র্য সংরক্ষণে কাজ করেছেন। বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ও প্রাণবৈচিত্র্য সংরক্ষণে এই কাজটি একেবারে নতুন এবং এটি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে।’

তিনি আরও বলেন, ‘এই ফেলোশিপের মাধ্যমে আমরা উপকূলীয় এলাকায় অচাষকৃত উদ্ভিদবৈচিত্র্য সংরক্ষণে প্লট তৈরি, অচাষকৃত শাকের রান্না প্রতিযোগিতা, অচাষকৃত উদ্ভিদবৈচিত্র্য নিয়ে পাড়া মেলা, কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতা, অভিজ্ঞতা বিনিময় সভা, হারবেরিয়াম সীট তৈরি, আলোচনা সভাসহ তিনটি সংরক্ষক দল গঠন করেছি।’

111 (2)

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহযোগী সমন্বয়কারী বাহাউদ্দীন বাহার, সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিমের সভাপতি মারুফ হোসেন মিলন, বারসিক’র লিয়াজো অফিসার আল ইমরান, প্রোগ্রাম অফিসার বিশ্বজিৎ মন্ডল, রামকৃষ্ণ জোয়ারদার, বাবলু জোয়ারদার, মফিজুর রহমান, মননজয় মন্ডল, বিধান মধু, চম্পা রানীসহ গণমাধ্যম কর্মীবৃন্দ।

happy wheels 2

Comments