সাম্প্রতিক পোস্ট

নারী শিশু হত্যা ধর্ষণ ও গুজবের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন

মানিকগঞ্জ থেকে মো. নজরুল ইসলাম

‘জেন্ডার বৈচিত্র্য সুরক্ষা করি, নারীবান্ধব সমাজ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে খেলাঘর আসর মানিকগঞ্জ জেলা কমিটি, গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও জেলা নারী উন্নয়ন কমিটির আয়োজনে সম্প্রতি মানিকগঞ্জ শহীদ রফিক চত্বরে সাম্প্রতিক সময়ে চলমান নারী, শিশু নির্যাতন হত্যা ধর্ষণ, ছেলেধরা গুজবসহ সকল প্রকার সামাজিক সহিংসতার বিচরুদ্ধে প্রতিবাদী ও সচেনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

IMG_20190725_111051
মানববন্ধনে খেলাঘর আসর জেলা সভাপতি অধ্যাপক মীর মোকসেদুল আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সমিতি কেন্দ্রীয় সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা কমরেড আজাহারুল ইসলাম আরজু, জেলা আইন সহায়তা কেন্দ্র আসক এর সভাপতি এ্যাড. দীপক কুমার ঘোষ, তেল গ্যাস রক্ষা জাতীয় কমিটির জেলা সদস্য সচিব ইকবাল হোসেন কচি, খেলাঘর আসর জাতীয় পরিষদের সদস্য অধ্যাপক জগদিশ চন্দ্র মালো, খেলাঘর আসর কেন্দ্রীয় সদস্য প্রবীর সাহা, সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরাগ খেলাঘর আসরের সভাপতি মো. আতাউর রহমান, বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়, ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি আনোয়ার হোসেন দুর্জয়, নারী উন্নয়ন কমিটির সহ-সভাপতি বুলবুলি আক্তার, ইয়ুথ এন্ডিং হাঙ্গার জেলা সমন্বয়কারী আব্দুস সালাম, নবালয় খেলাঘর আসর এর সম্পাদক ডানা দেওয়ান প্রমূখ।

IMG_20190725_113809
মানববন্ধনে বক্তারা জানান, এভাবে একটি দেশ চলতে পারে না, আজকে তাঁরা কারো কাছে নিরাপদ নয়। এগুলো আইন দিয়ে পুলিশ দিয়ে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়। সামাজিক আন্দোলন আরো জোরদার করতে হবে। জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে। তবেই ভীতির সমাজ কাটিয়ে একটি মানবিক সমাজে সবাই বাস করতে পারে। তারা আরও জানান, রাষ্ট্র এর দায় এড়াতে পারে না। গণতান্ত্রিক পরিবেশ সর্বত্রই ভেঙ্গে পড়ছে। এগুলো এখনই ঠিক করতে হবে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ করে অপশক্তিকে মোকাবেলা করতে হবে। দেশপ্রেমিক নাগরিক তৈরিতে খেলাঘরসহ সাংস্কৃতিক আন্দোলন আরো জোরদার করতে হবে।

happy wheels 2

Comments