প্রাণবৈচিত্র্যময় বাসযোগ্য পৃথিবী গড়ি

ঘিওর, মানিকগঞ্জ থেকে সুবীর কুমার সরকার ও জামাল হোসেন

‘পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টি সম্মত খাবার’ এই স্লোগানকে ধারণ করে সম্প্রতি মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরেরউদ্যোগে তিনদিন ব্যাপি ফলদ ও বৃক্ষ মেলা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা হল রুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মাহেলা, পুরুষ ভাইস চেয়ারম্যান শামীম মিয়া, কৃষিবিদ শেখ বিপুল হোসেন, সমাজ সেবা অফিসার আব্দুর মান্নান, ঘিওর থানার এস. আই বোরহান উদ্দিন মোল্লা, বারসিক’র সুবীর সরকার প্রমুখ।

1
ঘিওর উপজেলার নিবার্হী কর্মকর্তা আইরিন আক্তারের সভাপতিত্বে মেলা শুভ উদ্বোধন করেন। মেলাতে ১০টি স্টল বসে। অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। বারসিক’র স্টলে প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ বাড়ি দর্শনে বলেন, ‘দেশী জাতের ধান, বসতবাড়িতে সবজি চাষ, বসতবাড়িতে ওষুধি চাষ, বসতবাড়িতে ফলজ ও কাঠ গাছ, হাঁস-মুরগি পালনে হাজল ব্যবহার, ধুয়ামুক্ত চুলা ব্যবহার, খামার জাত জৈব ও ভার্মী কম্পোস্ট সার তৈরি করা, পাখির বসবাসের জন্য খেজুর ও তাল গাছ রোপণ, অচাষকৃত উদ্ভদ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান, বেঁত ঝাড়, বাঁশ ঝাড় দিন দিন কমে যাচ্ছে, এমন দৃশ্য আর চোখে পড়ে না।’

2
উপজেলা নির্বাহী কর্মকর্তা বারসিক’র উদ্যোগকে প্রশংসা করে বলেন, ‘বারসিক প্রাণবৈচিত্র্য সংরক্ষণ করার জন্য এবং এগুলোকে টিকিয়ে রাখার জন্য সচেতনতা সৃষ্টি করছে। বারসিককে ধন্যবাদ জানাই।একটি প্রাণবৈচিত্র্যময় বাসযোগ্য পৃথিবী গড়ার জন্য সবাইকে প্রাণবৈচিত্র্য সংরক্ষণের দিকে নজর দিতে হবে।’ অন্যদিকে কৃষি কর্মকর্তা বলেন, ‘আমাদের উচিৎ প্রতিটি বাড়িকে প্রাণবৈচিত্র্যসমৃদ্ধ করে গড়ে তোলা। এতে করে অল্প জায়গায় বেশি পুষ্টিসম্মত খাবার পাওয়া যাবে, সেইসাথে বৈচিত্রও্য রক্ষা পাবে।’

5
ফলদ ও বৃক্ষ মেলায় এসে দর্শনার্থীদের মধ্যে যারা স্কুল, কলেজের শিক্ষার্থীরা বারসিক’র স্টলে থাকা প্রবীণ কৃষক বাবর আলীর নিকট আগের কৃষি ব্যবস্থা, নদীর গল্প, মাছের গল্প, ধানের গল্প, ফসলের গল্প সর্ম্পকে জানার চেষ্টা করেন এবং বারসিক’র স্টলে থাকা ধানের নাম নিজ নিজ ডায়রিতে লিখে নিয়ে যান। দশনার্থীরা মনে করেন পৃথিবীকে সুন্দর ও বাসযোগ্য করে তোলার জন্য প্রাণবৈচিত্র্যকে টিকিয়ে রাখা প্রয়োজন।

happy wheels 2

Comments