সাম্প্রতিক পোস্ট

প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে চাই সকলের সম্মিলিত উদ্যোগ

মানিকগঞ্জ থেকে রাশেদা আক্তার

‘প্রাণ-প্রকৃতির অধিকার ও উন্নত জীবন নিশ্চিত হোক’ শ্লোগানকে সামনে রেখে সম্প্রতি উপ-পরিচালকের কার্যালয়, মানিকগঞ্জে দলিত নারী, শিশু, প্রতিবন্ধীসহ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা করা হয়। মতবিনিময় সভায় পূর্বদাশড়া, সরুন্ডী, পশ্চিম দাশড়া এলাকার দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

66866576_1544913378972649_2753021487811133440_n
সভার শুরুতেই দলিত জনগোষ্ঠী নিয়ে বারসিক’র কার্যক্রমসমূহ তুলে ধরেন বারসিক’র আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়। এরপর সমাজ সেবা অধিদপ্তর থেকে দলিত জনগোষ্ঠীর জন্য কি ধরণের সেবা ও সহযোগিতা করা হয়ে থাকে সে সম্পর্কে সমাজসেবা কর্মকর্তারা আলোচনা করেন। উন্মুক্ত আলোচনায় ঋষি জনগোষ্ঠীর দলিত হিসেবে স্বীকৃতির বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় মানিকগঞ্জের সমাজসেবা অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক আ: বাতেন বলেন, ‘আমরা ইতোমধ্যে ঋষি জনগোষ্ঠীর দলিত হিসেবে স্বীকৃতির আবেদন পেয়েছি। কার্যক্রম শুরুও করে দিয়েছি। পৌরসভা এবং ইউনিয়নভিত্তিক আলাদা করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে আবেদনগুলো পাঠানো হয়েছে। খুব শীঘ্রই একাজগুলো শেষ করে আমরা জেলা প্রশাসক বরাবর পাঠাবো।’

67066162_1544913488972638_1785514425747243008_n
জেলা সমাজ সেবা কর্মকর্তা লাভলী খানম বলেন, ‘সমাজসেবা অফিস বিভিন্ন ধরণের কাজ করে থাকে। বারসিকও সেইসব মানুষকে নিয়ে কাজ করে। আমরা সহযোগিতভাবে কাজ করলে এই কাজ আরও সুন্দর ও সুষ্ঠুভাবে হবে। যে কোন কাজের জন্য আমাদের কাছে আসবেন আমরা সহযোগিতা করবো।’

67102800_1544913125639341_1197319144186314752_n
শহর সমাজ সেবা কর্মকর্তা মো. মোস্তফা হাবীব বলেন, ‘আমরা দলিত জনগোষ্ঠীর জন্য বিভিন্ন ভাতা প্রদান করে থাকি। অনেকসময় দেখা যায় প্রকৃত ভাতা পাওয়ার যোগ্য ব্যক্তি ভাতা পায় না। অন্যরা পায়। যেহেতু আপনার দলিত জনগোষ্ঠী নিয়ে কাজ করেন সে ক্ষেত্রে আমরা যখন জরিপ করি বা দলিতদের তালিকা করি তখন আপনার আমাদের সাথে থেকে সহযোগিতা করতে পারেন। তাছাড়া ভাতা প্রদানের জন্য পৌরসভায় কমিটি করা আছে। সেখানে এনজিও প্রতিনিধি হিসেবে আপনার যুক্ত থাকলে কাজটি আরও সুন্দর হবে। আমরা সবসময় আপনাদের সব ধরণের সহযোগিতা করবো।’

67585717_1544913192306001_1570523876331356160_n
মতবিনিময় সভার মধ্য দিয়ে দলিত জনগোষ্ঠীর সাথে সমাজসেবা কর্মকর্তাদের সম্পর্কের উন্নয়ন হয়েছে। উভয়মূখী যোগাযোগ ও সহযোগিতার মধ্য দিয়ে দলিত জনগোষ্ঠীর অধিকার ও উন্নত জীবন নিশ্চিত হবে এটাই হোক সকলের প্রত্যাশা।

happy wheels 2

Comments