তানোরে পার্চিং উৎসব অনুষ্ঠিত

তানোর (রাজশাহী) থেকে মিজানুর রহমান

‘ফসল চাষে পরিবেশসম্মত উপকরণ ব্যবহার করি পরিবেশ ও মাটি ভালো রাখি’ এই প্রতিপাদ্যে রাজশাহীর তানোরে পার্চিং উৎসব ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শেষ বিকেলে উপজেলার বহড়া এলাকায় স্থানীয় কৃষক সংঘ ও বেসরকারি গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বারসিক এ সভা আয়োজন করে।

2 (3)

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সামিমুল ইসলাম। বারসিক সহযোগী কর্মসূচি কর্মকর্তা অমৃত কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সস্প্রসারণ কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলতাব হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ডিএফএম এমদাদুল ইসলাম, জাতীয় পরিবেশ পদক প্রাপ্ত কৃষক ইউসুফ আলী মোল্লা, তানোর রিপোর্টার্স ক্লাবের সভাপতি অসীম কুমার সরকার, কেঁচো সার উৎপাদনকারী ও সফল সবজি চাষী আব্দুল হামিদ, বারসিক বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি শহিদুল ইসলাম প্রমুখ।

এ সময় শতাধিক কৃষকদের মাঝে পার্চিং ‘টি’ স্টাইলের ২টি করে কুঠি এবং ১ কেজি করে কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট বিনামূল্যে বিতরণ করা হয়।

happy wheels 2

Comments