দুর্যোগের ঝুঁকি ও করণীয় বুঝতে গ্রামীণ কুইজ

সাতক্ষীরা শ্যামনগর থেকে বিশ্বজিৎ মন্ডল:
“আমরা একটি দুর্যোগ পূর্ন এলাকায় বসবাস করি। এই ঝুঁকি কমাতে হলে আমাদের দুর্যোগ সম্পর্কে জানতে হবে এবং সচেতন হতে হবে। সেক্ষেত্রে দুর্যোগ মোকাবেলায় সরকারী-বেসরকারী ও স্থানীয় জনগোষ্ঠি যৌথ উদ্যোগ গ্রহণ করতে হবে”, বলেছেন জয়নগর গ্রামের কৃষানী খাদিজা বেগম। গত ৯ সেপ্টেম্বর ২০১৯ শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের জয়নগর গ্রামে জয়নগর কৃষিনারী সংগঠন, স্বেচ্ছাসেবক টিম সিডিও ও সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের উদ্যোগে এবং বারসিক’র সহযোগিতায় দুর্যোগ সম্পর্কে স্থানীয় জনগোষ্ঠির ধারণা, সক্ষমতা ও সচেতনতা তৈরিতে করণীয় বিষয়ে গ্রাম পর্যায়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Final 1কুইজ প্রতিযোগিতায় জয়নগর, কাশিমাড়ি ও গোবিন্দপুর গ্রামের কৃষক, কৃষানী, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় স্থানীয় জনগোষ্ঠির নিকট দুর্যোগ কি? এলাকায় প্রাকৃতিক দুর্যোগ কোন সময় বেশি হয়? কোন কোন প্রাকৃতিক দুর্যোগে তাদের ক্ষয় ক্ষতি বেশি হয়েছে? জলবায়ু পরিবর্তন সম্পর্কে তাদের ধারণা, দুর্যোগের আগে ও পরে করণীয়, দুর্যোগের সংকেত, কোন কোন প্রানী এলাকা থেকে বিলুপ্ত হয়েছে? ইউনিয়ন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি কি এবং তাদের কাজ কি ইত্যাদি বিষয়ে কুইজের মাধ্যমে তুলে ধরা হয়। উন্মুক্ত ভাবে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ১৫ জন কৃষক-কৃষানী ও শিক্ষার্থীরা স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় সর্বোচ্চ সংখ্যক উত্তর প্রদানকারীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

happy wheels 2