তানোরে দূর্যোগ সহনশীল বাড়ির উদ্বোধন

তানোর (রাজশাহী) থেকে মিজানুর রহমান

রাজশাহীর তানোর উপজেলায় ‘আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস’ পালন করা হয়েছে সম্প্রতি। দিনটি উপলক্ষে তানোরে গত ১৩ অক্টোবর সকাল ১১টায় একটি র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সচেতনতামূলক ভূমিকম্প অগ্নিকান্ডে করণীয় বিশেষ মহড়া হয়।

1

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে একযোগে দেশের অন্যান্য স্থানের ন্যায় তানোরের সরনজাই ইউনিয়নের জামিন সিধাইড় এলাকায় নির্মিত দূর্যোগ সহনশীল বাড়িসহ উপজেলার ১৬ বাড়ির উদ্বোধন করেন।

4

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন বানু’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাইফুল্লাহ, তানোর ফায়ার স্টেশনের স্টেশন ম্যানেজার আকবর প্রমুখ।

এ সময়ে স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা ও সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

happy wheels 2

Comments