সাম্প্রতিক পোস্ট

স্বাস্থ্য সচেতন হই, সুস্থ থাকি

মানিকগঞ্জ থেকে রাশেদা আক্তার

‘আপনার পরিবার ডায়াবেটিস মুক্ত রাখুন’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সম্প্রতি বিশ^ ডায়াবেটিস দিবস উপলক্ষে তারুণ্য শিক্ষার্থী সংগঠনের আয়োজনে এবং বারসিক’র সহযোগিতায় সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চরমত্ত গ্রামে ডায়াবেটিস পরীক্ষা, প্রেসার মাপা ও রক্তের গ্রুপ নির্ণয় বিষয়ক মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

75336284_427450761263091_478050798010368000_n

সকাল ১০.০০ টায় আনুষ্ঠানিকভাবে ক্যাম্পের উদ্বোধন করা হয়। সময় বৃদ্ধির সাথে সাথে লোক সমাগম বাড়তে থাকে। ক্যাম্পে ৭৫ জনের প্রেসার মাপা, ৭৫ জনের ডায়াবেটিস পরীক্ষা করা এবং ৭৯ জনের রক্তের গ্রুপ নির্ণয় বিষয়ক পরীক্ষা করার মধ্য দিয়ে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। সকাল ১০.০০ টায় শুরু বিকাল ৩.৩০ মি. পর্যন্ত মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সেবা প্রদান করা হয়।

74790627_2163103673984708_3192159371018633216_n

এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা স্মৃতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. গোলাম ফারুক, বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খালেদা আক্তার, তারুণ্য শিক্ষার্থী সংগঠনের সভাপতি মো. শরিফ হোসেন, প্রত্যয় কিশোরী সংগঠনের সাধারণ সম্পাদক সুমাইয়া আক্তার, আলোর পথিক নারী সংগঠনের সভাপতি সুমি আক্তার, বারসিক’র হিসাব রক্ষক নিতাই চন্দ্র দাস, গবেষণা সহকারী সামায়েল হাসদা প্রমূখ।

happy wheels 2

Comments