রাজশাহীতে তারুণ্যের বিজয় র‌্যালি অনুষ্ঠিত

রাজশাহী থেকে শহিদুল ইসলাম

বাংলাদেশের ভালো পরিবেশ ও মানুষের সু-স্বাস্থ্যের অন্যতম বাহন সাইকেল। সাইকলে চালানো এবং পরিবেশ রক্ষায় নিজে সচেতন হই এবং অন্যকে সচেতন করি বিষয়ে রাজশাহীর তরুণরা আয়োজন করে সাইকেল চালিয় বিজয় র‌্যালি।

IMG_20191216_094444

গতকাল ১৬ ডিসেম্বর রাজশাহীর তরুণ সাইক্লিস্টরা বিজয়ের সকালে সবুজ বাহন সাইকেল র‌্যালির মাধ্যমে বিজয় দিবস উদযাপন ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেন করেন। ১৬ ডিসেম্বর সকাল নয় ঘটিকায় রাজশাহীর আলুপট্টি থেকে এই যাত্রা শুরু করে মহানগরীর প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে মন্নুজান প্রাথমিক বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।

IMG_20191216_100835

দূরন্ত সাইকেলের সহযোগিতায় রাজশাহীর তিনটি সাইক্লিং সংগঠন জিরো পয়েন্ট সিক্স জিআর জেড, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাইক্লিস্ট, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়-রুয়েট রাইডার্স যৌথভাবে এই আয়োজন করেন।

IMG_20191216_104728

প্রায় দুই শতাধিক তরুণ সাইকেল চালিয়ে এই বিজয় র‌্যালিতে অংশগ্রহণ করেন। এতে সহায়ক হিসেবে ভূমিকা পালন করে বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক, তরুণ সংগঠন ঔষধ গাড়ি, আরবান এক্সপোজার, ইচ্ছে ফোরাম। এতে মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন সময় টিভি ও রেডিও পদ্মা।

IMG_20191216_105157

রাজশাহীর সাইক্লিং গ্রæপ জিরো পয়েন্ট সিক্স জি আর জেডের সভাপতি জুবায়ের আহমেদের সভাপতিত্বে সাইকেল র‌্যালিটি পরিচালিত হয়। তরুণদের এই আয়োজনে অংশগ্রহণ ও সংহতি জানান মুক্তিযুদ্ধের গবেষক ওয়ালিউর রহমান বাবু।

happy wheels 2

Comments