সাম্প্রতিক পোস্ট

রাজশাহীর তানোরে সরিষা চাষে বাড়ছে আগ্রহ

অসীম কুমার সরকার, তানোর (রাজশাহী) থেকে
স্বল্প খরচ ও শ্রমে অধিক ফলন বেশি হওয়ায় দিন দিন সরিষা চাষে আগ্রহী হচ্ছেন তানোরের কৃষকরা। ধান আবাদ করে লোকসানে এবং বাজারে সরিষার দাম ভালো পাওয়ায়ও এ ফসলের আবাদ বাড়ছে।

তানোর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর ২ হাজার ২শত ৭০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় ৫ শত হেক্টর বেশি।
উপজেলার দুবইল গ্রামের কৃষক গোলাম মোস্তফা, বহড়া গ্রামের কৃষক আব্দুল হামিদ, তালন্দ গ্রামের কৃষক নুরুল ইসলাম, সমাসপুর গ্রামের কৃষক জিয়াউর রহমান জানান, কম খরচে সরিষায় লাভ বেশি। তাই এবার সরিষা চাষ করেছেন। ফলনও ভালো হবে বলে আশা করছেন তারা।

তানোর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা ডিএফএম এমদাদুল ইসলাম বলেন, ‘সরিষা চাষে কৃষকরা এবার বেশ আগ্রহ দেখিয়েছেন। ফলে গতবারের চেয়ে ৫০০ হেক্টর জমিতে এবার বেশি সরিষা চাষ করা হয়েছে। পাশাপাশি কৃষকরা সরিষার জমিতে মৌচাষ করে লাভবান হচ্ছেন।’

তানোর উপজেলা কৃষি কর্মকর্তা সামিমুল ইসলাম জানান, এবার তানোরে সরিষা চাষে কৃষকরা বেশ আগ্রহী হয়েছেন। ফলে সরিষা চাষ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

happy wheels 2

Comments