নারী নির্যাতন বন্ধে সবাইকে একত্রে কাজ করতে হবে

মানিকগঞ্জ থেকে বিমল রায়

বারসিক’র উদ্যোগ গতকাল স্যাক কার্যালয় মানিকগঞ্জে কর্মরত বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের এনজিও প্রতিনিধিদের নিয়ে সংখ্যালঘু ও দলিত জনগোষ্ঠীর মানবাধিকার সংরক্ষণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তাগিদে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় এ্যাডভোকেট দীপক কুমার ঘোষ এর সভাপতিত্ব উপস্থিত থেকে আলোচনা করেন শেল্টার নারী সংগঠনের সভাপতি লক্ষী চ্যাট্যার্জ্জী, সিডা নির্বাহী পরিচালক নিভা সরকার, সিএডি নির্বাহী পরিচালক মোঃ নাসিরউদ্দিন,পারডো নির্বাহী পরিচালক শামিমা, আশার (মানবাধিকার সংগঠন) সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, বারসিক কর্মকর্তা রাশেদা আক্তার, সিডা কর্মসূচি সমন্বয়কারী বিজন সরকার, বাইমাইল নারী সংগঠনের নির্বাহী পরিচালক জাহানারা বেগম,সবুজ সাথী সংগঠনের প্রতিনিধি নাসরিন আক্তার প্রমূখ।

সূচনা ও স্বাগত বক্তব্য রাখেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়। স্বাগত বক্তা নারী নির্যাতন, বাল্যবিয়ে বন্ধ, দলিত জনগোষ্ঠীর অধিকার ও মানবাধিকার সংরক্ষণের দাবিতে বেসরকারি প্রতিষ্ঠানসমূহ ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। সভাপতি এ্যাডভোকেট দীপক কুমার ঘোষ বলেন, ‘নারী নির্যাতন বন্ধ করতে সবাইকে একত্রে হতে হবে, বাল্যবিয়ে বন্ধে সরকারের উদ্যোগকে এগিয়ে নিতে হবে।’

বাল্যবিয়ে, নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে স্ব স্ব সংগঠনের পক্ষ থেকে বিলবোর্ড বিভিন্ন স্থানে টানানোর আহবান জানান। এ সকল বিষয়ে সকল সংস্থা একমত প্রকাশ করে। নারী নির্যাতন, বাল্যবিয়ে বন্ধ হউক, দলিত জনগোষ্ঠীর অধিকার সংরক্ষিত হউক এই প্রত্যয়ে সভা শেষ হয়।

happy wheels 2

Comments