সাম্প্রতিক পোস্ট

বন্যার্তদের মাঝে রাজশাহীর তরুণরা

রাজশাহী থেকে তহুরা খাতুন লিলি

বর্ষণের কারণে রাজশাহীর বাগমারা উপজেলার দ্বীপপুর ইউনিয়নের জুলাপাড়ার মরাঘাটির সংলগ্ন ফকিরনী নদীর বেড়িবাঁধ ভেঙে পানি প্রবেশ করায় উপজেলার উত্তর এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় লক্ষাধিক মানুষ। ইউনিয়নগুলোতে বন্যার পানি ঢোকার কারণে প্রায় অধিকাংশ কাঁচা ঘরবাড়ি ধসে পড়ে পানিতে বিলীন হয়ছে এবং বাকিগুলোও হুমকির মাঝে রয়েছে।

বন্যার পানিতে শত শত হেক্টর পাকা ধান, সবজি ক্ষেত ভেসে গেছে। এছাড়াও পুকুর ও বিলের চাষ করা মাছও ভেসে গেছে। পানিবন্দী মানুষেরা অনেকেই আশ্রয় নিয়েছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও উঁচু জায়গাতে। প্রায় অধিকাংশ কাঁচা পাকা সড়ক ডুবে গেছে পানিতে। এর ফলে ইউনিয়নের মানুষের উপজেলা সদরের সঙ্গে সড়ক যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে। বন্যায় কাচারীকোয়ালীপাড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্লাবিত হয়েছে। পানিবন্দি থেকে খাদ্য, বিশুদ্ধ পানি ও নিরাপদ আশ্রয়ের অভাবে সীমাহীন দুর্ভোগে আছেন এসব অঞ্চলের দিনমজুর-ক্ষেতমজুরসহ খেটে খাওয়া মানুষ। পর্যাপ্ত ত্রাণ না মেলায় অনাহারে অর্ধাহারে দিন কাটছে তাদের। পরিবার পরিজন নিয়ে রান্নার জায়গা না থাকায় অনেকেই খাদ্য সংকটে ভূগছেন।

তাদের কথা চিন্তা করে সেবা পরিবার রাজশাহী ও নিউ সেফ ব্লাড ব্যাংক যৌথভাবে উদ্যোগ গ্রহণ করে। তারা হুলিখালি বাঁধের হাটে প্রায় ১১৫ পরিবার এবং দ্বীপপুর হাইস্কুল মাঠে ৮৫ অধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ করেন সম্প্রতি। এই সময়ে উপস্থিত ছিলেন সেবা পরিবার রাজশাহীর প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি সুমন আজিম এবং নিউ সেফ ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক আমিনুল ইসলাম। এছাড়াও সেবা পরিবার রাজশাহী ও নিউ সেফ ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবীগন। এই সংগঠনের সদস্যরা জানান, বিভিন্ন সময়ে বিভিন্ন ইভেন্ট করে তারা টাকা তুলেছেন| সার্বিক সহযোগিতায় ছিলেন ব্লাড ব্যাংক রাজশাহী ও হেল্পিং জোন ফাউন্ডেশন|

সেবা পরিবার রাজশাহীর প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি সুমন আজিমৈ বলেন, আমার মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে চাই। তাদের পাশে থেকে তাদের সচেতন করে তোলাও আমাদের সকলের দায়িত্ব। আমরা চাই সকল শ্রেণির মানুষ তাদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিক|

happy wheels 2

Comments