জেন্ডার সমতায় হোক সামাজিক ন্যায্যতা

মানিকগঞ্জ থেকে মো. নজরুল ইসলাম  

‘নারী পুরুষে বৈষম্য হ্রাস করি, নারীবান্ধব সাংস্কৃতিক সমাজ গড়ি।’ এই স্লোগানকে ধারণ করে মানিকগঞ্জের সিংগাইর অঞ্চলে ইয়ুথ গ্রীন ক্লাব ও বারসিক’র যৌথ আয়োজনে গতকাল বারসিক সিংগাইর রিসোর্স সেন্টার মিলনায়তনে জেন্ডার বৈচিত্র্য ও বহুত্ববাদী সমাজ বিষয়ক যুব কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ইয়ুথ গ্রীন ক্লাবের সিংগাইর উপজেলা আহবায়ক শাকিল আহমেদ সনেট-এর সভাপতিত্ব বারসিক প্রোগ্রাম অফিসার মো. নজরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়, বিষয় ভিত্তিক সেশনে সহায়কের ভূমিকা পালন করেন বারসিক প্রোগ্রাম অফিসার রাশেদা আক্তার, শিমুল কুমার বিশ্বাস, সত্যরঞ্জন সাহা, মো. মুক্তার হোসেন সহায়ক রিনা আক্তার ও আছিয়া আক্তার প্রমুখ।

কর্মশালায় অংশগ্রহণকারী বিভিন্ন ধরনের খেলা ও গ্রুপ ওয়ার্কার মাধ্যমে তারা জেন্ডার ধারণায় জেন্ডার সমতা, অধিকার, ন্যায্যাতার মাধ্যমে চলমান অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবেন এবং সাংস্কৃতিক জাগরণের মাধ্যমে নারীবান্ধব বহুত্ববাদী সমাজ বিনির্মাণে নিরলসভাবে কাজ করবেন বলে তারা প্রত্যয় করেন।

happy wheels 2

Comments