প্রবীণ-ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের মাঝে যুবদের উষ্ণ ভালোবাসা উপহার

প্রবীণ-ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের মাঝে যুবদের উষ্ণ ভালোবাসা উপহার

সাতক্ষীরার শ্যামনগর থেকে গাজী আল ইমরান

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নে প্রবীণদের মাঝে শীতের উষ্ণ উপহার প্রদান করেছেন যুব স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিমের সদস্যরা। গত রবিবার রাত ৮টায় কাশিমাড়িতে হতদরিদ্র পরিবারের প্রবীণ মানুষদের বাড়িতে বাড়িতে গিয়ে এই উপহার প্রদানের পাশাপাশি নগদ অর্থ সহায়তা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রাশেদ মাহমুদ।

এ সময় ২০ জন প্রবীণ প্রতিবন্ধীদের মাঝে শীতের উষ্ণ উপহার হিসেবে উলের জাম্পার এবং কম্বল দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাশেদ মাহমুদ, বারসিক’র লিঁয়াজো অফিসার গাজী আল ইমরান, সরকারী মহসিন কলেজ মসজিদের ইমাম ও খতিব রবিউল ইসলাম, সিডিও ইয়ুথ টিমের সহ-সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, কাশিমাড়ি ইউনিটের আশরাফ হোসেনসহ অন্যান্য সদস্যরা।

যুবরা বলেন, ‘ছোট উপহার পেয়ে প্রবীণ প্রতিবন্ধীদের মুখের হাসি আমাদের হৃদয় ছুঁয়েছে। এসময় কিছু লোকের থাকার জায়গাটি এতো কষ্টের তা আমাদের চোখে দেখা খুব কঠিন ছিল। আমরা তাদের বাসস্থান নিশ্চিতকরণে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের নিকট অনুরোধ জানাই।

happy wheels 2

Comments