করোনা যোদ্ধাদের নিয়ে করোনাকালীন যুব ভাবনা

রাজশাহী থেকে তহুরা খাতুন লিলি

হার না মানা সৈনিক। এই মহামারীতেও তাঁরা ভয় পাননি, অন্যের কষ্ট দেখে ছুটে গেছেন সাহায্যের হাত বাড়িয়ে দিতে, মানুষকে সচেতন করতে। করোনাকালীনে তাঁরা কখনো খাবার, কখনো সেবা পৌছে দিয়েছেন। কখনোবা করোনার মধ্যে রক্ত দিতে ছুটে গেছেন। তাদেরকেই তো বলা যায় আসল করোনা যোদ্ধা। এই করোনাযোদ্ধা হলেন এলাকার বেশকিছু তরুণ, যারা স্বেচ্ছাসেবী হিসেবে এই দায়িত্ব পালন করেছেন এবং সেবা দিয়েছেন।
সম্প্রতি বারসিক রাজশাহী অফিসে অনুষ্ঠিত হলো তরুণ সংগঠনগুলোকে নিয়ে করোনাকালীন যুব ভাবনা। অনুষ্ঠানটি পরিচালনা করেন বারসিক বরেন্দ্র অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মো. শহিদুল ইসলামএবং সভাপতিত্ব করেন বারসিকের পরিচালক পাভেল পার্থ।

অনুষ্ঠানে ১৯ জন তরুণ উপস্থিত ছিলেন। তারা করোনাকালীন তাদের অভিজ্ঞতার কথা ও তাদের ভাবনা সহভাগিতা করেন। এই সময় পাভেল পার্থ নিজের অভিজ্ঞতার কথা ও বিভিন্ন্ দিক নির্দেশনামূলক আলোচনা করেন। তিনি তরুণ প্রজন্ম, কমিউনিটি, শিক্ষা, স্বাস্থ্য, অনলাইন মাধ্যম, সাইবার ক্যাফের বিভিন্ন দিক অভিজ্ঞতার আলোকে তুলে ধরেন। তিনি তরুণদের এই সেবামূলক কাজকে সাধুবাদ জানিয়ে তাদের আরো উৎসাহিত করেন।

happy wheels 2

Comments