একটি গাছ কাটলে দশটি গাছ লাগাতে হবে

সিংগাইর মানিকগঞ্জ থেকে আছিয়া আক্তার ও রিনা শিকদার

নারীর ক্ষমতায়ন, নারী নির্যাতন, বাল্য বিয়ে প্রতিরোধে গতকাল আলীনগর নারী উন্নয়ন সমিতি ও বারসিক’র যৌথ আয়োজনে উঠান বৈঠক ও পরিবেশবান্ধব বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ফুলজান বেগমের সভাপত্বিতে, বারসিক প্রকল্প সহায়ক রিনা শিকদার এর সঞ্চালনায় গাছের গুনাগুন ও কর্মসূচি বিষয়ে আলোচনা করেন প্রকল্প কর্মকর্তা মো. নজরুল ইসলাম। বক্তব্য রাখেন বায়রা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাসরিন আক্তার। এছাড়া আলোচনা করেন বারসিক প্রকল্প সহায়ক আছিয়া আক্তার, রোজিনা বেগম, আনোয়ারা খাতুন প্রমুখ।

আলোচনায় বক্তারা বলেন, ‘একটি গাছ কাটলে দশটি গাছ লাগাতে হবে। গাছ রোপণ ও পরিচর্যা করতে হবে। একটি গাছের সাথে আরও দুটি গাছ কিনে লাগাতে হবে।’

সভায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা,মাতৃত্বকালীর ভাতা নিয়েও আলোচনা করা হয়। বক্তারা জানান, বয়স্ক ভাতা পাওয়ার জন্য নারীর বয়স ৬২ আর পুরুষের বয়স ৬৫ বছর হতে হবে। বয়স্ক এবং বিধবা ভাতার জন্য অনলাইনে আবেদন করতে হবে। এছাড়া সভায় বাল্য বিয়ে, যৌতুক,ও বাচ্চাদের মোবাইলে গেমস খেলা নিয়ে আলোচনা হয়।

happy wheels 2

Comments