সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষদের মাঝে সাবান ও মাস্ক বিতরণ

গাজী আসাদ, সাতক্ষীরাঃ

করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বাড়াতে সাতক্ষীরায় ১০০ জন নিম্ন আয়ের মানুষদের মধ্যে সাবান ও মাস্ক বিতরণ করা হয়েছে গতকাল ৩০ আগস্ট সকালে বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিকের উদ্যোগে শহরের পৌর হরিজন পল্লী ও বদ্দীপুর কলোনীতে এ সাবান ও মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বারসিকের সহকারী কর্মসূচি কর্মকর্তা আসাদুল ইসলাম, গবেষণা সহকারি মাহিদা মিজান, হরিজন পল্লী সরদার চন্দন হেলা প্রমুখ।

অনুষ্ঠানে বারসিক কর্মকর্তা আসাদুল ইসলাম বলেন, করোনা মোকাবেলায় সচেতনতায় মূল কাজ। মাস্ক পরা, সাবান দিয়ে হাঁত ধৌয়ার অভ্যাসের মাধ্যমে এটা প্রতিরোধ করা সম্ভব। শহরের করোনা ঝুঁকিতে থাকা নিম্ন আয়ের মানুষদের সচেতন করতে আমাদের এ উদ্যোগ। এমন সচেতনতা মুলক কাজ অব্যাহত রাখা হবে।’

happy wheels 2