বয়োঃসন্ধিকাল মেয়েদের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়

মানিকগঞ্জ থেকে ঋতু রবি দাস
‘পারিবারিক স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবেলা করি, সুখী পরিবার গড়ি’- এই শ্লোগানকে সামনে রেখে আজ (৭ অক্টোবর) একতা কিশোরী ক্লাব এর আয়োজনে এবং বারসিক’র সহযোগিতায় মানিকগঞ্জের জয়নগর মাঝি পাড়ায় কিশোরীদের নিয়ে বয়োঃসন্ধিকালীন সমস্যায় করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


কর্মশালায় সহায়কের ভূমিকা পালন করেন স্বাস্থ্যকর্মী নাছরিন আক্তারকে। তিনি বয়োঃসন্ধি বিষয়টি সম্পর্কে ধারণা দিয়ে বলেন, ‘মেয়েদের ঋতু¯্রাব অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এই ঋতুস্রাবের জন্যই একটি মেয়ে মা হওয়ার ক্ষমতা লাভ করে। বয়োঃসন্ধিকাল সময়টা মেয়েদের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়।’


নাছরিন আক্তার কিশোরীদের উদ্দেশে বলেন, ‘ঋতুস্রাবের সময় মেয়েদের পুষ্টিকর খাবার খেতে হয়, এই সময় মেয়েদের ভারি কাজ করা উচিৎ না, এতে স্বাস্থ্যের অনেক ক্ষতি হয়।’ তিনি কিশোরীদের ১৫ বছর বয়স থেকে যে ৫টি টিকা দেওয়া হয়, সেটার গুরুত্বও তুলে ধরেন কর্মাশালায়। অন্যদিকে বজলুর রহমান বলেন, ‘মেয়েদের শিক্ষার কোন বিকল্প নেই। তোমরা লেখাপড়াটা চালিয়ে যাবে। তোমরা কেউ বাল্য বিয়ে করবা না। এই বিষয়গুলো জানতে হবে, জানার ক্ষেত্রে কোন রকম লজ্জা করলে নিজেদেরই ক্ষতি হয়।’

happy wheels 2

Comments