সাম্প্রতিক পোস্ট

আমাদের সবার জানার পরিধি আরও বাড়াতে হবে

সিংগাইর মানিকগঞ্জ থেকে রিনা আক্তার  

বাল্যবিবাহ, নারী নির্যাতন,সাম্প্রদায়িক ও সামাজিক সহিংসতা প্রতিরোধে সমাজে সংস্কৃতিক চর্চা বৃদ্ধি করার লক্ষে্য গতকাল সিংগাইর সরকারি কলেজ অডিটোরিয়ামে রোভার্স স্কাউট ইউনিট’র আয়োজনে এবং বারসিক’র সহযোগিতায় যুব কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় রোভার্স স্কাউট ইউনিটের ক্রীড়া শিক্ষক অধ্যাপক আবুল বাশারের সভাপতিত্বে ও বারসিক প্রোগ্রাম অফিসার মো. নজরুল ইসলাম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. নুরুদ্দিন। কর্মশালায় সেশনে অংশগ্রহণ করেন বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়, উপজেলা শিল্পকলা একাডেমির আবৃত্তি প্রশিক্ষক ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগের শিক্ষার্থী শাকিল আহমেদ সনেট, বারসিক কর্মকর্তা শাহিনুর রহমান, প্রকল্প সহায়ক আছিয়া ও রিনা আক্তার।

কর্মশালায় সহায়কগণ বলেন, ‘সাম্প্রদায়িক ও সামাজিক সহিংসতা এবং নারী নির্যাতন সম্পর্কে আরো সচেতন হতে হবে। সমাজে নারীদের মানুষ হিসেবে বিবেচনা করা হয় না, তাদেরকে তুচ্ছ করা হয়। তাই যুবদের জেন্ডার ও লিঙ্গ সম্পর্কে ধারণা আরো পরিস্কার হওয়া দরকার।’ তারা আরও বলেন, ‘নারী শিক্ষার গুরুত্বের সাথে দেখতে হবে। নারীদের পরিবার, সমাজ ও রাষ্ট্রে যে বৈষম্য রয়েছে এবং বাল্যবিয়ের কুফলগুলো সকলের সামনে তুলে ধরতে হবে। আমাদের সবার জানার পরিধি আরও বাড়াতে হবে।’

সহায়কগণ জানান, সাহিত্য চর্চা করা প্রয়োজন। এতে করে তরুণদের মন আরও বিকশিত হবে এবং সমাজ বিনির্মাণে তারাও আরও জ্ঞান লাভ করতে পারবে। তারা বলেন, ‘তরুণদের হাতেই আছে বিশ্ব জয়ের চাবিকাঠি, তাদেরকে মেধা, জ্ঞান, দক্ষতায় সমৃদ্ধ হতে হবে।’

happy wheels 2

Comments