প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান ও পরিবেশ উন্নয়নে বারসিক কাজ করছে

মানিকগঞ্জ থেকে মো. নজরুল ইসলাম
মানিকগঞ্জের ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বারসিক’র উদ্যোগে নবাগত উপজেলা নিবার্হী কর্মকর্তা হামিদুর রহমানের সাথে বারসিক’র কাজের পরিধি ও ব্যাপকতা নিয়ে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি।
সংক্ষিপ্ত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান বলেন, ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বারসিকসহ এনজিওদের আরো ভূমিকা রাখতে হবে।’


বারসিক আঞ্চলিক সমন্বয়কারি বিমল চন্দ্র রায় সমাজে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বারসিক’র কার্যক্রম তুলে ধরে বলেন, ‘বারসিক সরকারের সহযোগী হিসেবে এই অঞ্চলে দীর্ঘদিন ধরে জননেতৃত্ব উন্নয়ন কৌশলের আলোকে কৃষিপ্রাণ বৈচিত্র্য সংরক্ষণ, জেন্ডার সমতা ও লোকায়ত জ্ঞান চর্চাকে বিকশিত করতে উপজেলা প্রশাসনের সেবাদানকারি সংস্থা ও আমাদের কমিউনিটির সাথে নিবিড় সম্পর্ক নিয়ে কাজ করছে।’ তিনি আরও বলেন, ‘বারসিক’র কর্মসূচিতে আপনার উপস্থিতি ও সহযোিগতা বারসিক’র কার্যক্রমকে আরো বেগবান করবে।’


উল্লেখ্য, মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন ঘিওর উপজেলার স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক অজয় কুমার রায়, বারসিক প্রকল্প কর্মকর্তা মো.নজরুল ইসলাম ও বারসিক বানিয়াজুরী রির্সোস সেন্টারের কর্মকর্তা সুবীর কুমার সরকার প্রমূখ।

happy wheels 2

Comments