সামাজিকভাবে মর্যাদা চাই

সত্যরঞ্জন সাহা হরিরামপুর, মানিকগঞ্জ
হরিরামপুর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের উদ্যোগে হরিরামপুর প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ কার্যালয়ে সম্প্রতি জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। উক্ত দিবস পালনে সহযোগিতা করে উপজেলা সমাজ সেবা, এমডিপিওডি ও বারসিক। দিবস উপলক্ষে জনসচেতনতা সৃষ্টি ও ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের দাবি আদায়ে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।


দিবস উপলক্ষে আলোচনায় সভাপতিত্ব করেন হরিরামপুর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি আঃ করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার তাপসী রাবেয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ, বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়, মানিকগঞ্জ এমডিপিওডি ফোকাল পারসন অনিমেষ তজু, হরিরামপুর সমাজসেবা কর্মকর্তা, পদ্মাপাড়ের পাঠশালা পরিচালক মীর নাদিম, বারসিক প্রোগ্রাম অফিসার সত্যরঞ্জন সাহা, মুকতার হোসেন ও মানিকগঞ্জ এমডিপিওডি কর্মকর্তা আলামিন হোসেন।


আলোচনায় বক্তারা বলেন, ‘প্রতিবন্ধী ব্যক্তি নয়; তাদেরকে আমরা বিশেষভাবে সক্ষম ব্যক্তি বলা উচিত। আমরা সকলে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের সম্মান দেওয়ার উদ্যোগ নিই। সমাজের একটি অংশ পিছনে রেখে আমরা দেশের উন্নয়ন করতে পারি না। আমরা সকলকে নিয়ে দেশের উন্নয়নের শিখরে পৌঁছপাতে পারি, কাউকে পিছনে রেখে নয়।’


বক্তারা আরও বলেন, ‘ভিন্নভাবে সক্ষম ব্যক্তিরা যাতে বৈষম্য শিকার না হয়, তাদের সদয় দৃষ্টি রাখা আমাদের সবার দায়িত্ব ও কর্তব্য। তাঁরা আমাদের পরিবারে ও সমাজের বোঝা নয়; আমাদের পরিবারেরই একজন সদস্য। তাদের উন্নয়নে সরকারি ও বেসরকারি উদ্যোগে কর্মমূখী প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করতে হবে। তাদের সামাজিক মর্যাদা দিতে হবে এবং তাদের প্রতি বিশেষ নজর ও যতœবান হওয়া একান্ত প্রয়োজন।’


আলোচনা শেষে হরিরামপুর উপজেলা পরিষদের দেওয়া ৫ টি কম্বল ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের মাঝে বিতরণ করা হয়।

happy wheels 2

Comments