হরিজনপাড়ায় তিন জননীকে সন্মাননা

নেত্রকোনা থেকে রোখসানা রুমি

রোকেয়া দিবস উপলক্ষে হরিজনপাড়ার সম্প্রতি তিন মায়ের সন্তানদেরকে শিক্ষায় অবদান রাখার জন্য শুভেচ্ছা জানায় এবং তাদের জন্য শীতের গরম কাপড় বিতরণ করেছে এলাকার তিনটি কিশোরী সংগঠন।

নেত্রকোনা পৌরসভার চকপাড়ায় বসবাস করেন হরিজন সম্প্রদায় । শত অভাবের মাঝেও তাদের সন্তানকে লালন পালন করে শিক্ষার আলোয় গড়ে তোলার  আপ্রাণ চেষ্টা করছেন তিন মা। এই তিন প্রেরণাদায়ী মায়েরা হলেন মালা রানী, মিনতী রানী এবং সবিতা রানী। তাদের সন্তান প্রিয়া বাসফোর, চাঁদনী বারফোর,রি য়া বাসফোর। তারাই এই প্রথম হরিজনপাড়ায় এসএসসিতে পড়াশুনা করছেন। তাদের ইচ্ছা সন্তানদেরকে আরো বেশি করে লেখাপড়া করাতে। 

সারাদিন পৌরসভায় ঝাড়ু দেয়ার কাজ শেষ করে বাড়িতে এসে সন্তানদের লেখাপড়া খোঁজ খবর নেন এই মায়েরা। তারাও চান তাদের সন্তান পড়াশুনা করে শিক্ষিত হবে, চাকুরি করবে, বেতন পাবে এবং তাদের জীবনের উন্নতি হবে। বেগম রোকেয়া দিবস উপলক্ষে পাশের গ্রামে গড়ে ওঠা অগ্রযাত্রা কিশোরী সংগঠন, কুসুমকলি কিশোরী সংগঠন, হরিজন কিশোরী সংগঠন মিলে এই তিন মাকে সন্মান প্রদান করেন তাদের অবদানের জন্য।   

happy wheels 2

Comments