সাম্প্রতিক পোস্ট

আয়বর্ধনমূলক কাজের অংশগ্রহণ করি, ভালো থাকি

সিংগাইর মানিকগঞ্জ থেকে আছিয়া আক্তার
‘আয়বর্ধনমূলক কাজ করি, ক্ষমতায়ন নিশ্চিত করি’-এই স্লোগানকে ধারণ করে গতকাল মানিকগঞ্জ সিংগাইর বায়রা ইউনিয়নের পাছপাড়া গ্রামে ৭ দিনব্যাপী পোষাক তৈরি বিষয়ক প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র ও চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বকুল ফুল কিশোরী ক্লাবের সভাপতি মহুয়া সারমিনের সভাপতিত্বে ও বারসিক কর্মী রিনা আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খায়রুন নাহার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কোষাধ্যক্ষ ইশরাত পারভীন, বারসিক কর্মকর্তা মো. নজররুল ইসলাম, আছিয়া আক্তার, দিপা আক্তার, সামান্তা আক্তার প্রমুখ।


অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘স্বল্পমেয়াদী এই প্রশিক্ষণের মাধ্যমে আপনারা যতটুকু শিখতে পেরেছেন সেটুকু ধরে আরও নতুন কিছু শিখতে হবে। প্রতিদিন অনুশীলন করতে হবে। পারিবারিক পোষাক তৈরি ও বাড়তি কাজ করার মানসিকতা থাকতে হবে। এভাবে স্বাবলম্বী হবেন। স্বাবলম্বীতা অর্জনের মাধ্যমেই নারীর টেকসই ক্ষমতায়নের পথকে আর প্রসারিত করবে।’

happy wheels 2

Comments