সাম্প্রতিক পোস্ট

‘নিজের নামটা এখন লিখতে পারছি’

সাতক্ষীরা থেকে জাহাঙ্গীর আলম
সাতক্ষীরা শহরের নিম্ন আয়ের পরিবারের নারী ও প্রবীণদের স্বাক্ষরজ্ঞান প্রদানের লক্ষ্যে বারসিক’র উদ্যোগে পরিচালিত মাসব্যাপী হাতেখড়ি শিখন কর্মশালা সম্প্রতি সম্পন্ন হয়েছে।

সাতক্ষীরা পৌরসভার সুলতানপুরের আতির বাগান বস্তিতে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষক আব্দুর রউফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বারসিকের গবেষণা সহকারী গাজী মাহিদা মিজান ও যুব সংগঠক জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে বারসিক’র গবেষণা সহকারী গাজী মাহিদা মিজান বলেন, ‘অন্যের ওপর নির্ভরশীলতা কমাতে এই কর্মশালা কাজে আসবে। তবে এজন্য অবশ্যই নিয়মিত চর্চা করতে হবে।’ বারসিক এর যুব সংগঠক জাহাঙ্গীর আলম বলেন, ‘শিক্ষার কোন বয়স নেই। তাই শিক্ষার প্রতি আগ্রহ প্রকাশ করতে হবে। অর্জিত শিক্ষাটা ধরে রাখতে হবে।’


এসময় অংশগ্রহণকারী হামিদা খাতুন বলেন, ‘এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা অক্ষর চিনতে পেরেছি। নিজেদের নামটা এখন ভালোভাবে লিখতে পারছি। এজন্য আমরা বারসিকের প্রতি কৃতজ্ঞ।’
প্রসঙ্গত, হাতেখড়ি কর্মশালার আতির বাগানে বস্তির ১৫ জন নারী ও প্রবীণ ব্যক্তি অংশ নেন।

happy wheels 2

Comments