সাম্প্রতিক পোস্ট

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আমাদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে

রাজশাহী থেকে তহুরা খাতুন লিলি
বারসিক’র উদ্যোগে সম্প্রতি জলবায়ু ন্যায্যতা ও সক্ষমতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে রাজশাহী বারসিক রিসোর্স সেন্টারে। কর্মশালায় বারসিক সদস্য ও সংগঠন সদস্য মিলে মোট ২৪ জন উপস্থিত ছিলেন। কর্মশালায় সহায়কের ভূমিকা পালন করেন বারসিক’র পরিচালক সৈয়দ আলী বিশ্বাস এবং উপস্থাপনা করেন বারসিক’র আঞ্চলিক সমন্বয়কারী মো. শহীদুল ইসলাম।

দু’দিনব্যাপী কর্মশালায় জলবায়ু নিয়ে ধারণা, আবহাওয়ার পরিবর্তন, জলবায়ুর প্রভাব বরেন্দ্র অঞ্চলে, ন্যায্যতা ও সমতা, দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ, দূর্যোগ ব্যবস্থাপনা, চক্র, বরেন্দ্র এলাকার পানি সংকট, অভিযোজন, বারসিক’র উদ্যোগ, অনুশীলন ও চর্চা, দ্বন্দ্ব, শান্তির সজ্ঞাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন সহায়ক সৈয়দ আলী বিশ্বাস। কর্মশালায় অংশগ্রহণকারীরা দলীয় কাজের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও তাদের উদ্যোগগুলো সহভাগিতা করেন।


কর্মশালায় লিও ক্লাব এর সভাপতি সাবরিন বলেন, ‘দুই দিনের এ কর্মশালায় আমরা অনেক কিছু শিখলাম। জলবায়ু পরিবর্তনের জন্য আমরা কি করছি এটাই বড় কথা। উৎসাহ পেয়েছি অনেক। এ প্রশিক্ষণ কর্মশালায় যে শিক্ষা অর্জন করেছি সেটা সংগঠনের অন্যান্যদের সদস্যদের মাঝেও সহভাগিতা করবো। যাতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আমাদের জ্ঞান ও সক্ষমতা বৃদ্ধি পায়।’


সামাজিক কল্যাণ সংস্থার সভাপতি স¤্রাট রাইহান বলেন, ‘কর্মশালার জন্য বারসিককে ধন্যবাদ। বিভিন্নভাবে জলবায়ূ পরিবর্তন হচ্ছে।্ আমরা যদি সিটি কর্পোরেশনের সাথে কাজ করি তাহলে জলবায়ূ রক্ষার্থে কাজ করতে পারবো ভালো। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আমাদের সক্ষমতা বৃদ্ধি করবে এই প্রশিক্ষণ কর্মশালা।’

happy wheels 2

Comments